Studypress News
পদার্থে নোবেল পুরস্কার (২০২০) পেলেন ৩ জন
06 Oct 2020
২০২০ সালের পদার্থবিজ্ঞান বিভাগে নোবেল পেলেন তিনজন বিজ্ঞানী। তারা হলেন রজার পেনরোজ , রেইনার্ড গেঞ্জেল ও আন্দ্রে গেজ।
কেন পেয়েছেন ঃ
রজার পেনরোজ ব্ল্যাক হোল ও থিউরি অফ রিলেটিভিটি নিয়ে গবেষণার জন্য এই পুরস্কার পান। বাকি দুইজন যৌথভাবে আমাদের ছায়াপথের কেন্দ্রে " supermassive compact object" আবিষ্কার এর জন্য নোবেল পুরস্কার পান। রজার পেনরোজ একজন ব্রিটিশ নাগরিক, রেইনার্ড জার্মান নাগরিক ও আন্দ্রে গেজ যুক্তরাষ্ট্রর নাগরিক । রয়্যাল সুইডিশ একাডেমি প্রতি বছর এই সময় পদার্থবিজ্ঞানে নোবেল ঘোষনা করে থাকে ।
পুরস্কার হিসেবে নগদ ৯ মিলিয়ন ক্রোনার (প্রায় ৯১৮,০০০ ডলার) ভাগ করে দেওয়া হবে। সেইসঙ্গে দেওয়া হবে একটি স্বর্ণপদক ও সার্টিফিকেট।১৯০১ সাল থেকে দিয়ে আসা পদার্থ বিজ্ঞানের ১১৪ তম নোবেল পুরস্কার এটি। যার মধ্যে ৪৭টি পুরস্কার একক বিজয়ীকে দেওয়া হয়েছে।