Studypress News
গিনেস বুকে বাংলাদেশি যুবক
06 Oct 2020
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পার্থ দেবের পর এবার গিনেস বুকে নাম লেখালেন একই জেলার নবীনগরের আলম কিবরিয়া নামে এক যুবক। বিশ্বের সর্বাধিক ক্যাটাগরির ওয়েবসাইট তৈরি করে এ রেকর্ড গড়লেন তিনি। সাড়ে পাঁচ হাজারেরও বেশি ক্যাটাগরির www.amargram.xyz’ ওয়েবসাইটটিকে ইতিমধ্যে বিশ্বের সর্বাধিক ক্যাটাগরির ওয়েবসাইটের স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।
এর আগে সেফটি পিন দিয়ে বিশ্বের দীর্ঘতম চেইন বানিয়ে বিশ্ব রেকর্ড করেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামের প্রয়াত জগদীশ চন্দ্র দেবের ছেলে পার্থ চন্দ্র দেব। দুই হাজার ৪০১ দশমিক ৮৩ মিটার দৈর্ঘ্যরে চেইনটিকে বিশ্বের সর্ববৃহৎ চেইন হিসেবে স্বীকৃতি দেয় গিনেস বুক