Studypress News
সমুদ্র-তলদেশ বিষয়ক আন্তর্জাতিক কর্তৃপক্ষের সভাপতি বাংলাদেশ
05 Oct 2020
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (সমুদ্র বিষয়ক ইউনিট) রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশিদ আলম সমুদ্র-তলদেশ বিষয়ক আন্তর্জাতিক কর্তৃপক্ষের (আইএসএ) সভাপতি নির্বাচিত হয়েছেন। গত ১ অক্টোবর ২৬তম অধিবেশনে তাকে সভাপতি নির্বাচিত করা হয়।
১৯৯৪ সালে সমুদ্রসীমা আইন সম্পর্কিত জাতিসংঘের কনভেনশন অনুসারে আইএসএ গঠিত হয়। বাংলাদেশসহ ১৬৮টি রাষ্ট্র আইএসএ-র সদস্য। আইএসএ মানবজাতির কল্যাণ ও সুবিধার লক্ষ্যে আন্তর্জাতিক গভীর সমুদ্র-তলদেশে খনিজ সংক্রান্ত সব কর্মকাণ্ড সংগঠন, নিয়ন্ত্রণ ও নিয়ন্ত্রক কাঠামো বিনির্মাণের কাজ করে যাচ্ছে। জ্যামাইকার কিংস্টোনে এর সদর দফতর।