Studypress News
জাতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহিম ইউনিসেফের শুভেচ্ছাদূত হয়েছেন।
05 Oct 2020
জাতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহিম ইউনিসেফের শুভেচ্ছাদূত হয়েছেন।বাংলাদেশে শিশু অধিকার ও যুবসমাজে সচেতনতা তৈরিতেও ইউনিসেফের সঙ্গে কাজ করবেন মুশফিক।
মুশফিক বাংলাদেশ দলের অন্যতম সেরা ব্যাটসম্যান। অভিষেকের পর থেকে জাতীয় দলের একজন নিয়মিত সদস্য তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় ১২,০০০ রান এবং ১৪টি সেঞ্চুরি করেছেন। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের শীর্ষ তিন রান সংগ্রাহকের তালিকায় রয়েছেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান।এর আগে ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করেছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও মোহাম্মাদ আশরাফুল।ইউনিসেফের দূত হিসেবে মুশফিকের কাজ হবে শিশুদের অধিকার এবং তারুণ্যকে প্রভাবিত করে সেসব বিষয়ে সচেতনতা বাড়াতে সহায়তা করা। শিক্ষার অধিকার, দারিদ্র্য ও বৈষম্যের প্রভাব এবং সহিংসতা, নির্যাতন এবং শোষণের বিরুদ্ধে সুরক্ষার জন্য শিশুদের প্রয়োজনীয়তার বিষয়ে কাজ করবেন এ তারকা ব্যাটসম্যান।