Studypress News
সুদানে সরকারের সাথে বিদ্রোহীদের ঐতিহাসিক শান্তিচুক্তি
05 Oct 2020

১৭ বছরেরও কিছু বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধ নিরসন হতে যাচ্ছে সুদানে।
গত ২২ই সেপ্টেম্বর ২০২০ সুদানের অস্থায়ী সরকারের সঙ্গে রেভোলিউশনারি ফ্রন্ট বা এসআরএফ-এর চুক্তি সই হয়েছে। প্রায় নয় মাস ধরে এই চুক্তির পরিকল্পনা চলছিল। কিন্তু বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীগুলিকে এক ছাতার তলায় আনা যাচ্ছিল না। দীর্ঘ আলোচনার পরে অধিকাংশ বিদ্রোহী গোষ্ঠী এক ছাতার তলায় আসতে রাজি হয়। সুদানের বর্তমান প্রধানমন্ত্রী আবদাল্লা হামদাক চুক্তিতে সই করেছেন। দক্ষিণ সুদানের রাজধানী শহরে এই অনুষ্ঠান হয়েছে। পুরো অনুষ্ঠানটিই টেলিভিশনে সম্প্রচার করা হয়েছে। শান্তি প্রতিষ্ঠা ছাড়াও ক্ষমতায় বন্টন, ক্ষতিপূরণ ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়েরও উল্লেখ আছে চুক্তিতে। এর ফলে নীল নদের উপত্যকা ঘিরে দীর্ধদিন ধরে যে বিতর্ক ছিল, তারও সুরাহা হবে বলে মনে করা হচ্ছে। গৃহহীনরা তাঁদের বাসস্থানে ফিরতে পারবেন।
নীল নদের ধারে দক্ষিণ কোরদফান এবং পশ্চিম কোরদোফান নিয়ে দীর্ঘ দিন ধরে সমস্যা রয়েছে। চুক্তিতে বলা হয়েছে, ওই দুই অঞ্চলে স্বায়ত্ত্বশাসনের সুযোগ দেওয়া হবে। বস্তুত, গত ১৭ বছর ধরে যে বিদ্রোহী গোষ্ঠীগুলিকে এক মঞ্চে আনা যায়নি, এই চুক্তিতে তা-ই সম্ভব হয়েছে। বিদ্রোহী গোষ্ঠীগুলিও জানিয়েছে, এই চুক্তি শান্তি প্রতিষ্ঠায় সাহায্য করবে। সাধারণ মানুষ যন্ত্রণার থেকে মুক্তি পাবেন।
সুদানের সব চেয়ে বড় দুইটি বিদ্রোহী গোষ্ঠী এই চুক্তিতে অংশ নেয়নি। ফলে শান্তি প্রক্রিয়া কতদিন স্থায়ী হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ওই দুই বিদ্রোহী গোষ্ঠী শান্তির পক্ষে কথা না বললে ভবিষ্যতে সমস্যা আছে বলেই মনে করছেন অনেকে। তবে অস্থায়ী সরকার চুক্তিটি নিয়ে আশাবাদী। তাদের বক্তব্য, নতুন করে সুদানকে গড়ে তোলার বিষয়ে ভাবনাচিন্তা শুরু করা হয়েছে। সেনার বাজেট কমিয়ে তা মানুষের উন্নতিতে ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে।
Important News

Highlight of the week
