Studypress News

উয়েফা বর্ষসেরা হলেন লেভানদোস্কি

04 Oct 2020

উয়েফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদোস্কি।০১ অক্টোবর ২০২০ সুইজারল্যান্ডের জেনেভায় উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ড্র অনুষ্ঠানে ঘোষণা করা হয় উয়েফার বর্ষসেরা খেতাব। পোল্যান্ডের প্রথম ফুটবলার হিসেবে উয়েফা বর্ষসেরার পুরস্কার জিতলেন লেভানদোস্কি

এক নজরে উয়েফা বর্ষসেরা অ্যাওয়ার্ড

 

বর্ষসেরা পুরুষ ফুটবলার: রবার্ট লেভানদোস্কি (বায়ার্ন, পোল্যান্ড)

বর্ষসেরা নারী ফুটবলার: পারনিল হার্ডার (চেলসি, ডেনমার্ক)

বর্ষসেরা পুরুষ কোচ: হানসি ফ্লিক (বায়ার্ন)

বর্ষসেরা নারী কোচ: জেন-লুক ভ্যাসার (অলিম্পিক লিঁও)

বর্ষসেরা গোলরক্ষক: ম্যানুয়েল নয়্যার (বায়ার্ন, জার্মানি)

বর্ষসেরা ডিফেন্ডার: জশুয়া কিমিচ (বায়ার্ন, জার্মানি)

বর্ষসেরা মিডফিল্ডার: কেভিন ডি ব্রুইনা (ম্যানচেস্টার সিটি, বেলজিয়াম)

বর্ষসেরা ফরোয়ার্ড: রবার্ট লেভানদোস্কি (বায়ার্ন, পোল্যান্ড)

বর্ষসেরা নারী গোলরক্ষক: সারাহ বুহাদ্দি (অলিম্পিক লিঁও, ফ্রান্স)

বর্ষসেরা নারী ডিফেন্ডার: ওয়েন্ডি রেনার্ড (অলিম্পিক লিঁও, ফ্রান্স)

বর্ষসেরা নারী মিডফিল্ডার: জেনিফার মারোজান (অলিম্পিক লিঁও,  জার্মানি)

বর্ষসেরা নারী ফরোয়ার্ড: পারনিল হার্ডার (চেলসি, ডেনমার্ক)

উয়েফা প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড: দিদিয়ের দ্রগবা (আইভরি কোস্ট)