Studypress News
বিশ্বের প্রথম বায়োনিক চোখ তৈরি করেছেন অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা
04 Oct 2020

মস্তিষ্কের স্নায়ুর সঙ্গে সংযোগ স্থাপনে সক্ষম বিশ্বের প্রথম বায়োনিক চোখ তৈরি করেছেন অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। ফলে দৃষ্টিপ্রতিবন্ধীরাও দেখতে পারবেন পৃথিবীর রং-রূপ। গবেষক অধ্যাপক আর্থার লোরি বলেন, ‘আমাদের ডিজাইনটি ১৭২টি লাইটস্পট থেকে একটি প্যাটার্ন তৈরি করে, যা ব্যক্তিকে তথ্য সরবরাহ করে এবং তাকে ভেতর ও বাইরের পরিবেশে চলাচলের নির্দেশনা দেয়
Important News

Highlight of the week
