Studypress News
রেমিট্যান্সে অবিশ্বাস্য রেকর্ড প্রবৃদ্ধি
04 Oct 2020
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিক, অর্থাৎ জুলাই, আগস্ট, সেপ্টেম্বর তিন মাসে ৬৭১ কোটি ৩১ লাখ ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৪৮ দশমিক ৫৭ শতাংশ বেশি।বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যায়, সদ্য শেষ হওয়া সেপ্টেম্বর মাসে ২১৫ কোটি ১০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা, যা বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স। আর এর মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো এক মাসে ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পেল বাংলাদেশ। এর আগে এই মহামারীর মধ্যেই জুলাই মাসে ২ দশমিক ৬ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছিল দেশে, যা এ যাবৎকালের সর্বোচ্চ।