Studypress News
টানা চতুর্থবারের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি হলেন কাজী সালাউদ্দিন।
04 Oct 2020

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি নির্বাচিত হলেন সাবেক ফুটবলার কাজী মো. সালাউদ্দিন। এ নিয়ে টানা চতুর্থ মেয়াদে বাফুফে সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি।
নির্বাচনে বাফুফের নির্বাহী কমিটির ১৩৯ কাউন্সিলরের মধ্যে ১৩৫ জন ভোটপ্রদান করেন। এর মধ্যে সালাউদ্দিন পেয়েছেন ৯৪ ভোট। এদিকে তার প্রতিদ্বন্দি বাদল রায় পেয়েছেন ৪০ ভোট এবং শফিকুল ইসলাম মানিক পেয়েছেন ১ ভোট। এর আগে কাজি সালাহউদ্দিন টানা ১২ বছর ধরে বাফুফে প্রধানের দায়িত্ব পালন করেছেন। এবারের নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুস সালাম মুর্শেদী।
Important News

Highlight of the week
