Studypress News
রোকেয়া পদক পেয়েছেন বিবি রাসেল ও তাইবুন নাহার
09 Dec 2015
এ বছর রোকেয়া পদক পেয়েছেনঃ
১। বিবি রাসেল (ফ্যাশন ডিজাইনার) এবং
২। কবি তাইবুন নাহার রশীদ (মরণোত্তর)।
৯/১২/২০১৫ তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে এই পদক বিতরণ করেন।
নারী শিক্ষা বিস্তার, নারী অধিকার প্রতিষ্ঠা ও দরিদ্র মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রতিবছর এই পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার হিসেবে তারা দু'জন প্রত্যেকে এককালীন এক লাখ টাকা, ১৮ ক্যারেট মানের ২৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক ও একটি সম্মাননাপত্র পেয়েছেন। এর আগে, ৮/১২/২০১৫ তারিখে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোকেয়া পদকের জন্য বিবি রাসেল ও তাইবুন নাহার রশীদের নাম ঘোষণা করে।
# নারী কল্যাণ সংস্থা ১৯৯১ সাল থেকে এই নামের একটি পদক প্রদান করা শুরু করে। সরকারী ভাবে ১৯৯৬ সাল থেকে এই পদক প্রদান করা হয়।
# এর আগে যারা রোকেয়া পদক লাভ করেনঃ
- নীলিমা ইব্রাহিম (১৯৯৬)
- শামসুন নাহার মাহমুদ (১৯৯৫, মরনোত্তর)
- জোহরা বেগম কাজী (২০০২)
- মেহের কবীর (২০১০)
- আয়েশা জাফর (২০১০)
- বেগম মেহেরুন্নেসা খাতুন (২০১১)
- হামিদা খানমকে (২০১১, মরণোত্তর)
- অধ্যাপক মাহফুজা খানম ও সৈয়দ জেবুন্নেসা হক এমপি (২০১২)
- ঝর্ণাধারা চৌধুরী ও অধ্যাপক হামিদা বানু (২০১৩)