Studypress News
কুয়েতের নতুন আমির হয়েছেন দেশটির যুবরাজ শেখ নাওয়াফ আল-আহমাদ আল-সাবাহ।
01 Oct 2020
যুবরাজ শেখ নাওয়াফ আল-আহমাদ আল-সাবাহকে কুয়েতের নতুন আমির ঘোষণা করেছে দেশটির মন্ত্রিসভা।মঙ্গলবার কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমাদ আল-সাবাহ ৯১ বছর বয়সে মারা যান। তিনি শেখ নাওয়াফের সৎ ভাই। পারস্য উপসাগরীয় আরব রাষ্ট্র কুয়েতের সংবিধান অনুযায়ী আমিরের মৃত্যুর পর উত্তরাধিকারী হিসেবে যুবরাজ সরাসরি আমির হন। পার্লামেন্টে শপথ গ্রহণের পর তিনি আনুষ্ঠানিকভাবে দেশের ক্ষমতায় অধিষ্ঠিত হন।
কুয়েত বিশ্বের ষষ্ঠ বৃহত্তম তেলের ভান্ডার এবং যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্রদেশ। দেশটির ৪৮ লাখ জনসংখ্যার ৩৪ লাখই বিদেশি। ২৬০ বছর ধরে কুয়েত শাসন করছে সাবাহ পরিবার। দেশটির রাজনৈতিক বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেন আমিরই। পার্লামেন্ট বাতিল কিংবা ভেঙে দিয়ে নির্বাচন ডাকার ক্ষমতাও তার হাতে।