Studypress News

আন্তর্জাতিক 'অর্থনৈতিক স্বাধীনতা সূচকে' ২৬ ধাপ পিছিয়ে গেল ভারত

30 Sep 2020

কানাডার ফ্রেজার ইনস্টিটিউট দ্বারা প্রকাশিত “গ্লোবাল ইকোনমিক ফ্রিডম ইনডেক্স ২০২০ বার্ষিক প্রতিবেদন” এ ভারতকে ১০৫ তম স্থান দেওয়া হয়েছে, যা দিল্লি ভিত্তিক থিংক ট্যাঙ্কের সেন্টার ফর সিভিল সোসাইটির সাথে একত্রে ভারতে প্রকাশিত হয়েছে। এটি বিশ্ব অর্থনৈতিক স্বাধীনতার ২৪ তম সংস্করণ।২০১৯ সালের তালিকায় ভারতের স্থান ছিল ৭৯।শীর্ষস্থান ধরে রেখেছে হংকং এবং সিঙ্গাপুর।
বিশ্বের ১৬২টি দেশ থেকে তথ্য সংগ্রহ করে এই র‌্যাঙ্কিং দেশের বাজার কতটা খোলামেলা, বৈদেশিক বাণিজ্যের জন্য কতটা স্বাস্থ্যকর, সরকারের বাণিজ্য নীতি– এই দিকগুলো বিচার করে নম্বর দেওয়া হয়। প্রতিবেদনটি র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে ৪ টি কোয়ার্টাইল বিভক্ত করা হয়েছে।অর্থনৈতিক স্বাধীনতা নির্ধারণের কতগুলি মাপকাঠিও রয়েছে, যেমন– ব্যক্তিগত পছন্দের ক্ষেত্রে স্বাধীনতা, বাজারে ঢোকার ক্ষেত্রে বাধা কতটা, ব্যক্তিগত সম্পত্তির সুরক্ষা, বিচারব্যবস্থা ইত্যাদি।
এই তালিকায় শেষে রয়েছে আফ্রিকান রিপাবলিক, কঙ্গো প্রজাতন্ত্র, জিম্বাবোয়ে, আলজেরিয়া, ইরান, অ্যাঙ্গোলা, লিবিয়া, সুদান, ভেনেজুয়েলা।