Studypress News
৫ দশকের মধ্যে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধির কবলে পড়তে যাচ্ছে পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল।
30 Sep 2020
৫ দশকের মধ্যে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধির কবলে পড়তে যাচ্ছে পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। করোনা ভাইরাসের কারণে এই বেহাল দশা বলে জানিয়েছে বিশ্বব্যাংক। ২৮ সেপ্টেম্বর সংস্থাটি তাদের হালনাগাদ অর্থনৈতিক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরেছে। প্রতিবেদনে বলা হচ্ছে, এই অঞ্চলে এবছর প্রবৃদ্ধি হবে এক শতাংশের কম (০.৯)। যা ১৯৬৭ সালের পর সর্বনিম্ন। এ বছরই এই অঞ্চলের প্রায় ৪ কোটি (৩ কোটি ৮০ লাখ) মানুষ নতুন করে দরিদ্রসীমার নিচে নেমে যাবে বলেও পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।