Studypress News

আধুনিক পিসি তৈরিতে একজোট হচ্ছে জাপানের তিনটি প্রতিষ্ঠান

08 Dec 2015

জাপানের তিনটি ইলেকট্রনিক পণ্য নির্মাতা-প্রতিষ্ঠান তোশিবা, ফুজিৎসু ও ভায়ো তাদের পিসি ইউনিটগুলোকে একসঙ্গে করে একটি যৌথ প্রতিষ্ঠান গড়ে তোলার চুক্তি করেছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের মধ্যে সাধারণ একটি চুক্তি করবে প্রতিষ্ঠানগুলো। আগামী বছরের এপ্রিল মাস থেকে যৌথ উদ্যোগে নতুন প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হবে। তিনটি প্রতিষ্ঠান ৩০ শতাংশ করে এতে বিনিয়োগ করবে। এর মধ্যে ভায়ো'র জন্য এটি হবে টিকে থাকার প্রচেষ্টা আর তোশিবা ও ফুজিৎসুর জন্য এটি হবে বিনিয়োগ।