Studypress News
মালিতে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন বাহ এনদাউ।
28 Sep 2020
মালির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন বাহ এনদাউ । বাহ এনদাউ এর আগে দেশটির প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।আগামী ১৮ মাসের মধ্যে দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে থাকবেন ৭০ বছর বয়সী বাহ এনদাউ। কর্নেল গোইতা ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন বলে জানা গেছে।
১৮ আগস্ট মালিতে এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন ইব্রাহিম বুবাকার কেইতা। তাঁর সরকারের বিরুদ্ধে দুর্নীতি, অর্থনৈতিক অপব্যবস্থাপনা ও নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ ছিল। এই অভ্যুত্থানের নিন্দা জানিয়েছিল আন্তর্জাতিক সম্প্রদায়, তবে দেশটির সাধারণ মানুষ একে স্বাগত জানিয়েছিল।