Studypress News
মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতি মনোনীত অ্যামি কোনি ব্যারেট
28 Sep 2020
আমেরিকার সুপ্রিমকোর্টের বিচারপতি রুথ ব্যাডার গিনস্বার্গের ছেড়ে যাওয়া পদে অ্যামি কোনি ব্যারেটকে মনোননীত করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৪৮ বছরের ব্যারেট সুপ্রিম কোর্টের সর্বকনিষ্ঠ বিচারপতি। ২০১৭ সাল থেকে আমেরিকার সপ্তম সার্কিট কোর্ট অফ অ্যাপিলে বিচারকের দায়িত্ব সামলাচ্ছেন অ্যামি।
রুথ বেইডার গিন্সবার্গ দেশটির দ্বিতীয় নারী বিচারপতি ছিলেন। দেশটির সর্বোচ্চ আদালতে ২৭ বছর বিচারপতির দায়িত্ব পালন করেছেন তিনি।