Studypress News
উয়েফা সুপার কাপের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ
25 Sep 2020

চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ চ্যাম্পিয়নদের মুখোমুখি লড়াই- উয়েফা সুপার কাপের
মুকুট পেল চ্যাম্পিয়ন্স লিগ সেরারাই ।
বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় সেভিয়াকে হারিয়ে উয়েফা সুপার কাপ নিজেদের করে
নিয়েছে বায়ার্ন মিউনিখ। ২-১ গোলে জিতে শিরোপা উৎসব করে হান্স ফ্লিকের দল।
প্রতিযোগিতায় জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ এর এটি দ্বিতীয় শিরোপা।
সবচেয়ে সফল সুপার কাপ বিজয়ী দল হচ্ছে বার্সেলোনা আর এ.সি. মিলান, যারা পাঁচবার
করে এই ট্রফি জিতেছে। আর সেভিয়া এ নিয়ে পাঁচবার রানার্সআপ হলো।
Important News

Highlight of the week
