Studypress News
চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতল বায়ার্ন মিউনিখ
24 Sep 2020
২৩ আগস্ট ২০২০ অনুষ্ঠিত হয় ২০১৯–২০ উয়েফা চ্যাম্পিয়নস লীগ ফাইনাল ম্যাচ। এইবারের আসরে মুখোমুখি হয় জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ ও ফ্রান্সের প্যারিস সেন্ট জার্মেইন। পিএসজিকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে ষষ্ঠবারের মতো ইউরোপের শ্রেষ্ঠত্বের মুকুট জয় করে বায়ার্ন মিউনিখ। খেলার ৫৯ মিনিটে সাবেক পিএসজি খেলোয়াড় কিংসলে কোম্যানের করা একমাত্র গোলে ইউরোপের শ্রেষ্ঠত্বের মুকুট নিশ্চিত করে বায়ার্ন।
এই আসরের ফাইনাল পর্তুগালের ইস্তানবুলের লিসবনের এস্তাদিও দা লুজে অনুষ্ঠিত হয়েছে।
পুরো আসরে দলের হয়ে দুর্দান্ত খেলেন লেভানডফস্কি। করেন সর্বোচ্চ ১৫ গোল। মৌসুমটা অসাধারণ কাটিয়েছেন ম্যানচেস্টার সিটির ডি ব্রুইন। দল লিগ শিরোপা না জিতলেও ব্যক্তিগত পারফরম্যান্সে আলো কাড়েন এই ফুটবলার। ১৩ গোলের পাশাপাশি গড়েন ২০ অ্যাসিস্টের রেকর্ড।