Studypress News
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তাজিকিস্তান
07 Dec 2015

৭ই ডিসেম্বর সোমবার বাংলাদেশ সময় বেলা একটা ৫০ মিনিটে মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানের এই ভূমিকেম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ২। এটি অনুভূত হয়েছে পাকিস্তান, আফগানিস্তান ও ভারতেও। ভূমিকম্পের উত্পত্তিস্থল ছিল তাজিকিস্তানের মারগব শহরের ১০৯ কিলোমিটার পশ্চিমে এবং আফগানিস্তানের আশকাশাম থেকে ২০৪ কিলোমিটার উত্তর-উত্তর পশ্চিমে। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ২৮ কিলোমিটার গভীরে। পাকিস্তানের বিভিন্ন শহর এবং ভারতের রাজধানী নয়া দিল্লির ভবনগুলোও ভূমিকম্পে কেঁপে ওঠে বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়। তবে তাত্ক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর আন্তর্জাতিক গণমাধ্যমে আসেনি।
Important News

Highlight of the week
