Studypress News

মহাদেশ সম্পর্কিত তথ্যাবলী : ১০

21 Sep 2020

প্রশ্ন: পৃথিবীর প্রশস্ততম নদী কোনটি?

-আমাজান।

প্রশ্ন: পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি?

-এঞ্জেল জলপ্রপাত (ভেনিজুয়েলা) ৮০৭ মিটার।

প্রশ্ন: আয়তনে দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি?

-আর্জেন্টিনা (২৭,৬৬,৮৯০ বর্গ কি.মি.) ।
প্রশ্ন: দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?

-অ্যাকঙ্কগুয়া (আর্জেন্টিনা -৬৯৫৮.৮ মিটার)।

প্রশ্ন: দক্ষিণ আমেরিকার সর্বনিম্ন বিন্দু কোনটি?

-ভালডেস পেনিন, আর্জেন্টিনা (৩৯.৯ মিটার)।

প্রশ্ন: পৃথিবীর তথা দক্ষিণ আমেরিকার উচ্চতম রাজধানীর নাম কি?

-লাপাজ, বলিভিয়া।

প্রশ্ন: পৃথিবীর তথা দক্ষিণ আমেরিকার উচ্চতম বিমান বন্দর কোনটি?

-লাপাজ, বলিভিয়া।

প্রশ্নোত্তরে ওশেনিয়া মহাদেশঃ

প্রশ্ন: ওশেনিয়া কাকে বলে?

-দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সকল দ্বীপকে একত্রে ওশেনিয়া বলে।

প্রশ্ন: ওশেনিয়া কি কি অঞ্চলে বিভক্ত?

-অষ্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মাইক্রোনেশিয়া, মেলেনেশিয়া ও পলিনেশিয়া।

প্রশ্ন: ওশেনিয়া মহাদেশের আয়তন কত?
-৮৪,২৮,৭০২ বর্গ কি. মি.।

প্রশ্ন: ওশেনিয়ার বৃহত্তম দেশ কোনটি ?

-অস্ট্রেলিয়া।

প্রশ্ন: ওশেনিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি?

-নাউরু (২১ বর্গ কি.মি.)।

প্রশ্ন: অস্ট্রেলিয়ার আয়তন কত?

-৭৬,১৭,৯৩০ বর্গ কি.মি.।

প্রশ্ন: বিচিত্র জীব জন্তু ক্যাঙ্গারু, প্লাটিপাস, কোয়েল ও এমু কোথায় পাওয়া যায় ?

-অস্ট্রেলিয়া।

প্রশ্ন: ওশেনিয়ার দীর্ঘতম নদী কোনটি?

-মারে ডালিং, অস্ট্রেলিয়া (৩৭৮০ কি.মি.)।

প্রশ্ন: ওশেনিয়ার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?

-কোসিয়াস্কা, অস্ট্রেলিয়া (২২২৮.১ মিটার)।

প্রশ্ন: ওশেনিয়ার সর্বনিম্ন বিন্দু কোনটি?

-লেক আয়ার (১৫.৮ মিটার)।
প্রশ্ন: গ্রেট বেরিয়ার রীফ কোথায় অবস্থিত?

-প্রশান্ত মহাসাগরে।

প্রশ্ন: অস্ট্রেলিয়া কোন গােলার্ধে অবস্থিত ?

-দক্ষিণ গােলার্ধে।

প্রশ্ন: ওশেনিয়ার বৃহত্তম দ্বীপ কোনটি?

-নিউগিনি(৭,৮৫,০০০ বর্গ কি.মি.) ।

প্রশ্ন: তাহিতি, সামােয়া, ইষ্টার, টোঙ্গা ও টওমােতু প্রভৃতি দ্বীপ গুলােকে কি বলে?

-পলিনেশিয়া।

প্রশ্ন: সান্তাক্রুজ, ফিজি, নিউগিনি, বিসমার্ক, সলােমান, নিউক্যালিডােনিয়া নিয়ে গঠিত হয়েছে ?

-মেলেনিশিয়া।

প্রশ্ন: মার্শাল, ক্যারােলিনা, মেরিয়ানা নিয়ে গঠিত হয়েছে ?

-মাইক্রোনেশিয়া।

প্রশ্ন: অস্ট্রেলিয়ার উষ্ণতম মাস কোনটি?

-জানুয়ারি।

প্রশ্ন: অস্ট্রেলিয়ার শীতলতম মাস কোনটি?

-জুলাই।