Studypress News

মহাদেশ সম্পর্কিত তথ্যাবলী : ৭

21 Sep 2020

প্রশ্ন: ইউরাে তথা পৃথিবীর বৃহত্তম সমভুমি কোনটি?

-মধ্য ইউরােপের সমভুমি।

প্রশ্ন: ইউরােপের উচ্চতা পর্বতশ্রেনী কোনটি?

-আল্পাস।

প্রশ্ন: ইউরােপের দীর্ঘতম পর্বতমালা কোনটি?

-আল্পস পর্বতমালা।

প্রশ্ন: ইউরােপের উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি?

-মাউন্ট ব্ল্যাঙ্ক (৪৮০৭ মিটার)।

প্রশ্ন: ইউরােপের সর্বোচ্চ বিন্দু কোনটি?

-এলবুর্জ (৫৬৪১.৮মিটার)।

প্রশ্ন: ইউরােপের দ্বার বলা হয় কাকে?

-ভিয়েনা।

প্রশ্ন: ইউরােপের ককপিট বলা হয় কাকে?

-বেলজিয়াম।

প্রশ্ন: ইউরােপের প্রধান বস্ত্র শিল্প অঞ্চল কোনটি?

-ভিয়েনা।

প্রশ্ন: বসনিয়া হার্জেগােভিনা কোন অঞ্চলের অন্তর্গত?

-বলকান।

প্রশ্ন: ইউরােপের বৃহত্তম উপসাগর সাগর কোনটি ?

-স্ক্যান্ডিনেভিয়া।

প্রশ্ন: ইউরােপের বৃহত্তম সাগর কোনটি ?

-ভূমধ্যসাগর।

প্রশ্ন: যুক্তরাজ্যের উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি?

-বেননেভিস।

প্রশ্ন: পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি?

-আফ্রিকা।

প্রশ্ন: আফ্রিকার আয়তন কত? ২,৯৮,০৫,০৪৮ বর্গ কিমি।

-২,৯৮,০৫,০৪৮ বর্গ কিমি।

প্রশ্ন: আফ্রিকা পৃথিবীর মােট আয়তনের কত অংশ?

-২০.৬% ।

প্রশ্ন: আফ্রিকা মহাদেশর অবস্থান?

-নিররেখার দু'পাশে ।

প্রশ্ন: প্রাচীনকালে আফ্রিকা মহাদেশকে কি বলা হত?

-অন্ধকারাচ্ছন্ন মহাদেশ।

প্রশ্ন: আফ্রিকা মহাদেশের একমাত্র শিল্পোন্নত দেশ কোনটি?

-দক্ষিণ আফ্রিকা।
প্রশ্ন: আফ্রিকা মহাদেশের বৃহত্তম দ্বীপের নাম কি?

-মাদাগাস্কার।

প্রশ্ন: আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি?

-কিলিমাঞ্জারাে (৫৮৯৪ মিটার)।

প্রশ্ন: কিলিমাঞ্জারাে পর্বতশৃঙ্গ কোন দেশে অবস্থিত ?

-তাঞ্জানিয়া।

প্রশ্ন: আফ্রিকার বৃহত্তম হ্রদ কোনটি?

-ভিক্টোরিয়া (২৬,৮২৮ বর্গ কি.মি.) ।

প্রশ্ন: আফ্রিকার সর্বনিন্ম বিন্দু কোনটি?

-লেক আসাই, জিবুতি (গভীরতা-১৫৬.১ মিটার) ।

প্রশ্ন: আফ্রিকা তথা পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?

-নীলনদ (৬৬৫০ কিমি)।

প্রশ্ন: আফ্রিকার বিখ্যাত নদী গুলাের নাম কি?

-নীলনদ ৬৬৫০ কিমি), কঙ্গো (৪৮০০ কিমি), নাইজার (৪১৮০ কিমি), জাম্বেসী (৩৫৪০ কিমি)।
প্রশ্ন: আফ্রিকা তথা পৃথিবীর (আয়তনে) বৃহত্তম জলপ্রপাত কোনটি?

-নায়াগ্রা (উচ্চতা ৫১ মিটার)।

প্রশ্ন: পৃথিবীর সর্বাপেক্ষা খর্বকায় জাতি কোনটি?
-পিগমী (১.৪ মিটার)।