Studypress News

ই-ক্যাবের সাথে পেইজার চুক্তি

07 Dec 2015

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সঙ্গে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে আন্তর্জাতিক অনলাইন পেমেন্ট গেটওয়ে পেইজা। বৈশ্বিক অনলাইন পেমেন্ট গেটওয়ে পেপ্যালের বিকল্প হিসেবে এটি ব্যবহার করা যাবে। এই চুক্তির ফলে ই-ক্যাবের সদস্যরা পেইজার মাধ্যমে লেনদেন করতে মাত্র তিন শতাংশ চার্জ দেবেন, যা অন্যান্য গেটওয়েগুলো থেকে কম। পেইজার মাধ্যমে সরাসরি বৈদেশিক মুদ্রায় অথবা দেশীয় মুদ্রায় লেনদেন করা যাবে। নিজের অ্যাকাউন্টে টাকা জমা ও উঠানো যাবে। অনলাইন ব্যবসায় শপিং কার্ট ইন্টিগ্রেশন, চেক আউট পেমেন্ট বাটন, মার্চেন্ট মার্কেটিং কিট, অনলাইন ইনভয়েসিং, কর্পোরেট ডিসবার্সমেন্ট ও ই-কমার্স প্রসেসিংয়ের মতো কাজ করা যাবে সহজেই। ২০০৬ সালে পেইজা বাংলাদেশে কার্যক্রম শুরু করে পেইজা। বর্তমানে ১৯২টি দেশে ১১ মিলিয়ন গ্রাহক এ সেবা নিচ্ছেন।