Studypress News
মহাদেশ সম্পর্কিত তথ্যাবলী : ৫
21 Sep 2020
প্রশ্ন: দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ কোনটি?
-ভারত ।
প্রশ্ন: দক্ষিণ এশিয়ার ঘন বসতিপূর্ণ শেষ কোনটি?
-বাংলাদেশ।
প্রশ্ন: এশিয়ার সর্বোচ্চ বিন্দু কোনটি ?
-এভারেস্ট ।
প্রশ্ন: এশিয়ার সর্বনিম্ন বিন্দু কোনটি?
-লােহিত সাগর।
প্রশ্ন: এভারেস্টের উচ্চতা কত?
-২৯,০২৮ ফুট বা ৮.৮৪৮ মিটার প্রায়।
প্রশ্ন: এশিয়ার দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি?
-গডউইন অষ্টিন।
প্রশ্ন: গডউইন অষ্টিন পর্বত শৃঙ্গের অবস্থান কোন পর্বত শ্রেণীতে?
-কারাকোরাম।
প্রশ্ন: কোন কোন দেশের মধ্য দিয়ে সিন্ধু নদ প্রবাহিত হয়েছে?
-ভারত ও পাকিস্তান।
প্রশ্ন: সিন্ধু নদ কোথায় পতিত হয়েছে?
-আরব সাগরে।
প্রশ্ন: গঙ্গা নদী কোথায় পতিত হয়েছে?
-বঙ্গপসাগরে।
প্রশ্ন: ব্রম্মপুত্র নদ কথা থেকে উৎপন্ন হয়েছে?
-তিব্বতে।
প্রশ্ন: ব্রম্মপুত্র নদ কোন দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ?
-চীনের তিব্বত, ভারত ও বাংলাদেশ।
প্রশ্ন: এশিয়ার বৃহত্তম অরণ্য কোনটি?
-তৈগা।
প্রশ্ন: লােহিত সাগর ও সুয়েজ খাল এশিয়াকে পৃথক করেছে কোন মহাদেশ থেকে?
-আফ্রিকা।
প্রশ্ন: এশিয়া মাইনর কাকে বলে?
-ভূমধ্যসাগরের পূর্ব উপকূলকে।
প্রশ্ন: এশিয়া মাইনর ও ক্ষুদ্র সিনাই দ্বীপের মধ্যবর্তী অঞ্চলকে কি বলে?
-লেভান্ট।
প্রশ্ন: এশিয়ার সর্ববৃহৎ সক্রিয় আগ্নেয়গিরি কোনটি ?
-স্কুকেভকাজা সােপক।
প্রশ্ন: এশিয়ার বার্ষিক গড় বৃষ্টিপাত কত?
-২৫০ সেন্টিমিটার।
প্রশ্ন: এশিয়ার বৃহত্তম মরুভূমি কোনটি ?
-গােবি মরুভূমি, মঙ্গলিয়া।
প্রশ্ন: এশিয়ার বৃহত্তম সমভূমি কোনটি?
-পশ্চিম সাইবেরিয়া।
প্রশ্ন: এশিয়া ও ইউরােপকে একত্রে কি বলে?
-ইউরেশিয়া।
প্রশ্ন: এশিয়ার সর্ব উত্তর বিন্দু কোনটি ?
-চেলুসকিনের অগ্রভাগ ।
প্রশ্ন: এশিয়ার সর্ব পশ্চিম বিন্দু কোনটি?
-বেবা অন্তরীপ।
প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম লবন হ্রদ কোনটি?
-কাস্পিয়ান সাগর।
প্রশ্ন: পৃথিবীর শীতলতম স্থান কোনটি?
-ভারখয়ানস্ক।
প্রশ্ন: এশিয়ার শীতল অরণ্য অঞ্চলের নাম কি?
-তৈগা।
প্রশ্ন: পৃথিবীর উষ্ণতম স্থান কোনটি?
-আজিজিয়া, লিবিয়া।