Studypress News
মহাদেশ সম্পর্কিত তথ্যাবলী : ৪
21 Sep 2020
প্রশ্ন: এশিয়া মহাদেশের অবস্থান কিরূপ?
-১০ ডিগ্রী দক্ষিণ হতে ৭৮ ডিগ্রী উত্তর অংশ এবং ২৫ডিগ্রী পূর্ব হতে পূর্ব দিকে ১৭০ ডিগ্রী দ্রাঘিমা পর্যন্ত।
প্রশ্ন: এশিয়া মহাদেশের প্রায় মধ্য দিয়ে অতিক্রম করেছে কোন রেখা?
-৯০ ডিগ্রী পূর্ব দ্রাঘিমা ।
প্রশ্ন: এশিয়া মহাদেশ কোথায় অবস্থিত?
-উত্তর গােলার্ধে।
প্রশ্ন: এশিয়ার আয়তন কত?
-৩,১০,২৭,২৩০ বর্গ কি.মি.।
প্রশ্ন: এশিয়া পৃথিবীর মােট আয়তনের কত অংশ?
-২১.৪ % ।
প্রশ্ন: এশিয়া পৃথিবীর মােট আয়তনের কত?
-প্রায় এক তৃতীয়াংশ।
প্রশ্ন: এশিয়ার বৃহত্তম দীপ কোনটি?
-বাের্নিও (৭,৪৬,৫৪৬ বর্গ কি.মি.) ।
প্রশ্ন: আয়তনের দিক দিয়ে এশিয়ার বৃহত্তম দেশ কোনটি?
-গণ চীন (৯৩,২৬,৪১০ বর্গ কি.মি.) ।
প্রশ্ন: আয়তনের দিক দিয়ে এশিয়ার সবচেয়ে ছােট দেশ কোনটি?
-মালদ্বীপ (৩০০ বর্গ কি.মি.)।
প্রশ্ন: লােক সংখ্যার দিক দিয়ে এশিয়ার বৃহত্তম দেশ কোনটি?
-গণচীন।
প্রশ্ন: এশিয়ার মােট উপকূল রেখার দৈর্ঘ্য কত?
-৫৭,৯৫০ কি.মি.।
প্রশ্ন: জাপান সাগর ও পীত সাগের মধ্যে কোন দীপের অবস্থান?
-কোরিয়া উপদ্বীপ।
প্রশ্ন: পারস্য উপসাগরে কোন দ্বীপ অবস্থিত?
-বাহরাইন দ্বীপ।
প্রশ্ন: পৃথিবীর কত ভাগ মানুষ এশিয়ায় বাস করে?
-৬০.৬ ভাগ।
প্রশ্ন: এশিয়ার বৃহত্তম নদী কোনটি?
-ইয়াংসিকিয়াং (৫৪৯৪ কি.মি.)।
প্রশ্ন: এশিয়ার সবচেয়ে খরস্রোতা নদী কোনটি?
-সালউইন।
প্রশ্ন: এশিয়ার দীর্ঘতম নদী গুলাের নাম কি?
-ইয়াংসিকিয়াং (৫৪৯৪ কি.মি.), ওব (৫৪১০), ইনিসি (৫৪০৬ কি.মি.), হােয়াংহাে (৪৩৪৪ কি.মি.), লেনা (৪৪০০ কি.মি.), ব্রম্মপুত্র (২৭০০ কি.মি.)।
প্রশ্ন: ব্রম্মপুত্র নদী তিব্বতে কি নামে পরিচিত?
-সানপাে।
প্রশ্ন: এশিয়া তথা পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি?
কাস্পিয়ান সাগর, (১,৪৩,২৪৪ বর্গ কি.মি.) ।
প্রশ্ন: এশিয়া তথা পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি ?
-বৈকাল হ্রদ (গভীরতা ৫,৩১৫ ফুট বা ১৬২০ মিটার)।
প্রশ্ন: দক্ষিণ এশিয়ার আয়তন কত?
-৪৩,৮৬,৫৪০ বর্গ কি.মি.।