Studypress News

বিসিএস ও ব্যাংক প্রস্তুতি সাজেশন বাংলা : ১৬

18 Sep 2020

৭৫১। আধুনিক বাংলা গীতি কবিতার সূত্রপাত কিসের মাধ্যমে? --- টপ্লাগান
৭৫২ ‘গাজিকালু ও চম্পাবতী’ কোন ধরনের সাহিত্য? --- পুঁথি সাহিত্য
৭৫৩। রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধি দেন কে? -- মুনি ব্রহ্মবান্ধব উপাধ্যায়
৭৫৪। অসম্পূর্ণ বা পঙ্গু ধাতুর দৃষ্টান্ত কোনটি? -

৭৫৫। ক্রিয়ার যে অংশকে বিশ্লিষ্ট করা যায় না, তাকে বলে? -- ধাতু
৭৫৬। পাঠক শব্দটি কোন শ্রেণির ধাতু হতে গঠিত? --- সংস্কৃত
৭৫৭ ।  ভাইয়ে’ ভাইয়ে বেশ মিল’ বাক্যে ভাইয়ে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?  --  কর্তায় ৭মী
৭৫৮| ‘তাকে দিয়ে কিছু হবে না’- বাক্যে তাকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? ----  কর্তৃকারকে দ্বিতীয়া
৭৫৯। পরস্পর অম্বয়যুক্ত দুই বা ততােধিক পদকে এক পদে পরিণত করার নাম?- -- সমাস

৭৬০। বাংলা গদ্যের প্রথম যুগে কোন রীতির প্রচলন ছিল? ---  সাধুরীতি

৭৬১। বাংলা সাধু ভাষা বলতে বােঝায় ---  তৎসম শব্দবহুল ভাষার রীতি
৭৬২। ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলােচিত হয়। কোনটি? --- অর্থতত্ব
৭৬৩। কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযােগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন? --- ব্রাসি হ্যালহেড
৭৬৪। চলিত ভাষার জন্ম কোন অঞ্চলের ভাষাকে কেন্দ্র করে? --- কোলকাতা

৭৬৫। বাংলা ভাষার সাধু ও চলিত রূপের মধ্যে তুলনামূলক গবেষণা করেন কে? - --- প্রমথ চৌধুরী
৭৬৬। 'পেট' (উদর) দেশী শব্দ হিসেবে পরিচিত হলেও এর মূলে রয়েছে কোন ভাষা? ---- তামিল

৭৬৭| বাংলা ভাষায় আগত ফারসি শব্দগুলােকে কয়টি ভাগে ভাগ করা হয়? -- - ৩ ভাগে
৭৬৮। 'ব্যাকরণ' শব্দটির সঠিক বিন্যাস কোনটি? --- বি+আ+কৃ+অন
৭৬৯। ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলােচিত হয়। কোনটি? --- অর্থতত্ত্ব |
৭৭০ | 'বৃক্ষমালা' যে কারণে অশুদ্ধ?  -- - বচনজনিত
৭৭১। 'অত্র অফিসের সবাই আজ উপস্থিত' বাক্যে 'অত্র' শব্দটি যে কারণে অশুদ্ধ ---- শব্দ প্রয়ােগজনিত
৭৭২| সাধু ও চলিত রীতিতে অভিন্নরূপে ব্যবহৃত হয়? --- অব্যয়
৭৭৩ ।  পরের ই-কার ও উ-কার আগেই উচ্চারিত হওয়ার রীতিকে কি বলে? ---- অপনিহিতি
৭৭৪। নিন্দাসূচক বিষয়কে ভদ্র ভাষায় আবৃত করাকে । কি বলে? - -- ব্যাজ-স্তুতি
৭৭৫। সাহিত্যে অলঙ্কার প্রধানত কত প্রকার? -- 2 

-শক্তি

৭৭৬। যে কাজ এখনও চলছে তাকে কি বলে? --  ঘটমান বর্তমান
৭৭৭। বাঙালিরা ভাত খায়” কোন কালের উদাহরণ? ---  সাধারণ বর্তমান
৭৭৮। গঠনরীতি ও অর্থের দিক থেকে সাধিত ধাতু কয় প্রকার?  -- - ৩ প্রকার
৭৭৯। অনুজ্ঞা কোন কোন কালে ব্যবহৃত হয়? --- বর্তমান ও ভবিষ্যৎ কালে
৭৮০। নির্দেশক ভাবের সাধারণ বর্তমান কালের সম্রমাত্নক মধ্যম পুরুষের বিভক্তি  -- - এন
৭৮১। ঋ, র, ষ এর পরে কি হয়?  - ণ

৭৮২। ট ও ঠ-এর আগে কোন বিধান হয়?  -- - ষ-ত্ব বিধানের /ণ-ত্ব বিধান
৭৮৩| মূর্ধন্য ষ হয় না কোন প্রত্যয়ে?  --- সাৎ
৭৮৪ ।  ‘আজীবন’ শব্দের ‘আ’-এর অর্থ কি? --- পর্যন্ত
৭৮৫। নিখুঁত শব্দটির 'নি' উপসর্গটি কোন প্রকার ? ---  অর্ধতৎসম
৭৮৬া ‘অপমান’ শব্দের ‘অপ' উপসর্গটি কোন অর্থে। ব্যবহৃত? --- বিপরীত
৭৮৭। যত বড় মুখ নয় তত বড় কথা - এখানে মুখ বলতে কি বােঝাচ্ছে ? -- শক্তি 

৭৮৮। ডাক্তার বাবুর হাতে যশ আছে- এখানে 'হাত' কোন অর্থে ব্যবহৃত হয়েছে ? - --- নিপুণুতা
৭৮৯। কেমন করে বেঁধেছ, একেবারে কাঁচাই রয়েছে - কাঁচার অর্থ কি? --- অসিদ্ধ
৭৯০৷ তালে তালে দোদুল, দোলে নাচের নেশারচুর' এখানে 'তাল' কোন অর্থ প্রকাশ করেছে?  --- নৃত্যের একক


 

৭৯১। এতাে অল্প টাকায় মাস চলবে না - এই 'চলা' কোন অর্থ প্রকাশ করেছ? - --- সংকুলান হওয়া
৭৯২। টি, টা, খানা, খানি - কোন বচনে ব্যবহৃত হয়? ---  একবচন
৭৯৩| ন্যাকামিটা এখন রাখ, বাক্যে ন্যাকামি শব্দের সাথে টা যুক্ত হয়ে কোন অর্থ প্রকাশ করে? --- নিরর্থকতা
৭৯৪। জসীম উদ্দীনের ভ্রমণ কাহিনীমূলক গ্রন্থ কোনটি? --- চলে মুসাফির
৭৯৫| এস ওয়াজেদ আলী রচিত গ্রন্থ কোনটি? ---  ভবিষ্যতের বাঙালি
৭৯৬। কাব্যমালঞ্চ' সংকলিত গ্রন্থটি কার দ্বারা সংকলিত? ---  আবদুল কাদির।
৭৯৭৷ ‘স্বরূপের সন্ধানে’- প্রবন্ধ গ্রন্থের রচয়িতা হলেন --- ড. আনিসুজ্জামান
৭৯৮। ড. মুহম্মদ ইউনূসের আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটি? --- দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে।
৭৯৯। কোন গ্রন্থটি টলস্টয়ের রচনা? --- আনা কারেনিনা
৮০০| বাংলা সাহিত্যের পুরাবৃত্ত গ্রন্থটির রচয়িতা কে? --- ড. ওয়াকিল আহমেদ