Studypress News

উগান্ডায় উচ্চ গতির ইন্টারনেট সেবা গুগলের

07 Dec 2015

আফ্রিকার প্রথম দেশ হিসেবে উগান্ডায় প্রথমবারের মতো চালু হল উচ্চগতির ওয়াই ফাই ইন্টারনেট। দেশটির রাজধানী ক্যামপালায় সেবাটি প্রদান করেছে সার্চ জায়ান্ট গুগল। আপাতত ক্যামপালার ১২০টি গুরুত্বপূর্ণ স্থানে গুগলের উচ্চ গতির ওয়াই ফাই ইন্টারনেট চালু করা হয়েছে। তবে, ইন্টারনেট সেবা একেবারেই বিনামূল্যে দেয়া হচ্ছে না। গুগল বলছে, নামমাত্র মূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন উগান্ডার মানুষ। একদিনে ব্যবহারকারী যতই ডাটা ব্যবহার করুক না কেন এর দাম পড়বে মাত্র ৩০ সেন্ট। আর উগান্ডার মুদ্রায় এর খরচ পড়বে ১ হাজার শিলিং। ঘানার তিনটি শহরেও একই ধরনের উদ্যোগ নিচ্ছে গুগল।