Studypress News

বাংলাদেশে ইউরেনিয়াম

07 Dec 2015

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.একেএম ফজলে কিবরিয়া জানিয়েছেন সিলেট ও মৌলভীবাজারের পাহাড়ী অঞ্চলে মূল্যবান পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে।

সিলেট ও বাংলাদেশে মৌলভীবাজারের বেশ কয়েকটি স্থান থেকে উচ্চমাত্রার তেজষ্ক্রিয়তাসম্পন্ন পাথর সংগ্রহ করে পরীক্ষা করে দেখা গেছে, এসব পাথরে ইউরেনিয়ামের উপস্থিতি রয়েছে। কিছু কিছু পাথরে উচ্চমাত্রার ইউরেনিয়াম রয়েছে, যার ঘনত্ব ৫০০ পিপিএমেরও (পার্টস পার মিলিয়ন) বেশি।

তবে, ড.ফজলে কিবরিয়া জানান বাণিজ্যিকভাবে এটি ব্যবহার করা যাবে কিনা সেটি এখনও নিশ্চিত নয়। কারণ বিষয়টি এখনও গবেষণার পর্যায়ে রয়েছে। তবে, ৩০০ পিপিএম থেকে ১০০০ পিপিএম ঘনত্বের ইউরেনিয়াম সাধারণত বিভিন্ন কাজে ব্যবহার করা হয়।