Studypress News

হাশিম আমলার বিশ্বরেকর্ড

07 Dec 2015

সাউথ আফ্রিকার ভারত সফর

চতুর্থ টেস্ট: দিল্লি ৩-৭ ডিসেম্বর

চতুর্থ দিনশেষে স্কোর:

ভারত ৩৩৪ ও ২৬৭/৫ (ডি.)

দক্ষিণ আফ্রিকা ১২১ ও ৭৪/২; হাশিম আমলা ২৪* (২০৮ বল), ডি ভিলিয়ার্স ১২* (১০২)

ভারতের বিপক্ষে হোয়াইট ওয়াশ এড়াতে দাঁতে দাঁত চেপে লড়ছে প্রোটিয়ারা। রান তোলা নয় উইকেটে টিকে থাকাটাকেই মূলমন্ত্র হিসেবে নিয়েছে তারা। ৪৫টি ডট বল খেলার পর প্রথম রান করেন হাশিম আমলা। ১১৩ বলে যখন ৬ রান করলেন, তখন ভাঙলেন অস্ট্রেলিয়ার কার্ল রেকমানের ১০২ বলে ৯ রান করার রেকর্ড। আউট হওয়ার আগে ২৪৪ বল খেলে ২৫ রান করেছেন আমলা। স্ট্রাইক রেট ১০.২৪। এক ইনিংসে ২০০ বা এর অধিক বল খেলা ব্যাটসম্যানদের মধ্যে সবথেকে শ্লথগতিতে রান তোলার রেকর্ডটা এখন হাশিম আমলার। তার সঙ্গী ডি ভিলিয়ার্সও কম যান না। ২৫৯ বল খেলে তিনি অপরাজিত ছিলেন ৩৬ রানে।