Studypress News
টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে রানার্সআপ বাংলাদেশ নারী দল
07 Dec 2015
বাছাইপর্বের ফাইনাল: বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড
ভেন্যু: ব্যাংকক
বাংলাদেশ ১০৫/৩ (২০ ওভার); আয়ারল্যান্ড ১০৬/৮ (২০ ওভার)
ফলাফল: আয়ারল্যান্ড ২ উইকেটে জয়ী
ম্যাচ সেরা: রুমানা আহমেদ
টুর্নামেন্ট সেরা: রুমানা আহমেদ
ফাইনালে উঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করে বাংলাদেশ ও আয়ারল্যান্ড নারী দল। তবে, শিরোপা জেতা হল না টাইগ্রেসদের। রুদ্ধশ্বাস ফাইনালে শেষ বলে নাটকীয় জয় তুলে নেয় আয়ারল্যান্ড। প্রথমে ব্যাট করে জাহানারার দল ৩ উইকেটে তোলে ১০৫ রান। সর্বোচ্চ ৪১ রান করেন নিগার সুলতানা। ৩৮ রানে অপরাজিত থাকেন রুমানা আহমেদ।
শেষ ওভারে আয়ারল্যান্ডের দরকার ছিল ৮ রান; হাতে দুই উইকেট। সালমা খাতুনের করা ঐ ওভারের শেষ বলে আইরিশদের জয়সূচক রানটি এনে দেন ১৬ বছর বয়সী লুসি ও’রিলি।
বাংলাদেশ ও আয়ারল্যান্ড উভয় দলই নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। আগামী বছর ভারতে শুরু হতে যাওয়া এই আসরে সরাসরি খেলবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা ও স্বাগতিক ভারত।