Studypress News
ফেসবুকের কৃত্রিম উপগ্রহ
07 Dec 2015
২০১৬ সালে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক।
আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলগুলোতে ইন্টারনেট সেবা দেওয়ার লক্ষ্যে এই ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ফরাসী স্যাটেলাইট সেবাদানকারী প্রতিষ্ঠান ইউটেলস্যাটের সহযোগিতায় ২০১৬ সালে নিজেদের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণের আশা করা করছে ফেইসবুক। প্রতিষ্ঠানটির ইন্টারনেট ডট অর্গ প্রকল্পের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ফেসবুকে করা এক পোস্টে জাকারবার্গ বলেন, "আমরা পুরো বিশ্বকে সংযুক্ত করতে কাজ করে যাচ্ছি। এমনকি এর জন্য পৃথিবীর বাইরেও যাচ্ছি।"