Studypress News
টেস্টে সর্বোচ্চ রান সংগ্রহকারী ইংরেজ ক্রিকেটারঃ কলিন কাউড্রে
04 Dec 2015
# মাইকেল কলিন কাউড্রে, (জন্ম: ২৪ ডিসেম্বর, ১৯৩২- মৃত্যু: ৪ ডিসেম্বর, ২০০০) ব্রিটিশ ভারতের মাদ্রাজ প্রেসিডেন্সি এলাকার ওতাকামুন্ডেতে জন্মগ্রহণকারী বিখ্যাত ইংরেজ ব্যাটসম্যান ছিলেন। তিনি তাঁর সুন্দর ব্যাটিংশৈলীর জন্য বিখ্যাত ছিলেন। সচরাচর পরিচিত কলিন কাউড্রে ১৯৫৪-৭৫ মেয়াদকালে ইংল্যান্ড ক্রিকেট দলে খেলার পাশাপাশি অক্সফোর্ড, কেন্ট কাউন্টি দলে খেলেছেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলেন ১৯৬৮ সালে অস্ট্রেলিয়া দলের বিপক্ষে।
#টেস্টে সর্বোচ্চ রান সংগ্রহকারী ইংরেজ ক্রিকেটারঃ তিনি ১১৪ টি ম্যাচে ৭,৬২৪ রান করেন। সেঞ্চুরি করেন ২২ টি।
# ১৯৭২ সালে সিবিই পদকে ভূষিত হন কাউড্রে। ১৯৯২ সালে নাইট খেতাব পান। ২০০৯ সালে তাঁকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের হল অব ফেমে অন্তর্ভূক্ত করা হয়।