Studypress News
৪৩ তম আমেরিকান মিউজিক পুরস্কার
03 Dec 2015
পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ২২ নভেম্বর, ২০১৫ লস এঞ্জেলস এর মাইক্রোসফট থিয়েটারে। “আর্টিস্ট অব দ্য ইয়ার” পুরস্কার পান – ওয়ান ডাইরেকশন ব্যান্ড (One Direction) “জনপ্রিয় পপ/রক আর্টিস্ট” (পুরুষ)- এড শিরান “জনপ্রিয় পপ/রক ব্যান্ড/দৈত্ব/গ্রুপ” - ওয়ান ডাইরেকশন ব্যান্ড (One Direction) “জনপ্রিয় কান্ট্রি আর্টিস্ট” (পুরুষ) – লুক ব্রায়ান “জনপ্রিয় কান্ট্রি দৈত্ব/গ্রুপ আর্টিস্ট” – ফ্লোরিডা জর্জিয়া লাইন “জনপ্রিয় র্যা প/হিপ-হপ আর্টিস্ট” – নিকি মিনাজ “জনপ্রিয় আর এন্ড বি আর্টিস্ট” (পুরুষ)- দ্য উইকেন্ড “জনপ্রিয় আর এন্ড বি এলবাম” – বিউটি বিহাইন্ড দ্য ম্যাডনেস (দ্য উইকেন্ড) “জনপ্রিয় সমসাময়িক প্রাপ্তবয়স্ক আর্টিস্ট” – টেইলর সুইফট “সং অব দ্য ইয়ার” – ব্ল্যাংক স্পেস (টেইলর সুইফট) “নিউ আর্টিস্ট অব দ্য ইয়ার” – স্যাম হান্ট “জনপ্রিয় পপ/রক আর্টিস্ট” (মহিলা)- আরিয়ানা গ্রান্ডে “জনপ্রিয় পপ/রক এলবাম” – ১৯৮৯ (টেইলর সুইফট) “জনপ্রিয় কান্ট্রি আর্টিস্ট” (মহিলা) – ক্যারি আন্ডারউড “জনপ্রিয় কান্ট্রি এলবাম” – এনিথিং গোস (ফ্লোরিডা জর্জিয়া লাইন) “জনপ্রিয় লাটিন আর্টিস্ট – এনরিকে ইগলেসিয়াস