Studypress News

নিতুন কুন্ড একজন বাংলাদেশী চিত্রশিল্পী, মুক্তিযোদ্ধা ও উদ্যোক্তা

03 Dec 2015

নিতুন কুন্ড একজন বাংলাদেশী চিত্রশিল্পী, মুক্তিযোদ্ধা ও উদ্যোক্তা।

# তাঁর উল্লেখযোগ্য ভাস্কর্য ও শিল্পকর্মঃ

(১) সার্ক ফোয়ারা, ঢাকা (১৯৯৩), প্যান প্যাসেফিক সোনারগাঁও হোটেলের সামনে অবস্থিত।
(২) শাবাশ বাংলাদেশ, রাজশাহী বিশ্ববিদ্যালয় (১৯৯২)।
(৩) কদমফুল ফোয়ারা, পররাষ্ট্র মন্ত্রণালয়।
(৪) মুর‌্যাল (পিতল), পাকিস্তান এয়ারলাইন অফিস, হোটেল শেরাটন, ঢাকা।
(৫) ম্যুরাল (তেল রং) জনতা ব্যাংক, ঢাকা।
(৬) ম্যুরাল (কাঠ, লোহা, পিতল) মধুমিতা সিনেমা হল, ঢাকা।
(৭) সাম্পান, ঐতিহ্যবাহী নৌকার প্রতীক, চট্টগ্রাম বিমানবন্দর (২০০১)।
(৮) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সম্মুখে ফোয়ারা নির্মাণ।

## উল্লেখযোগ্য কাজঃ

# স্বাধীনতা যুদ্ধের পোস্টার ডিজাইন (১৯৭১);
# ইন্দিরা মঞ্চ, (স্বাধীনতা যুদ্ধের পর ভারতীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশে আগমন উপলক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যানেনির্মিত মঞ্চ) ঢাকা (১৯৭২);
# বিভিন্ন জাতীয় ট্রফির (প্রতিযোগিতার পুরস্কার) নকশা ও নির্মাণ;
# জাতীয় চলচ্চিত্র পুরস্কার;
# প্রেসিডেন্ট গোল্ডকাপ;
# বাংলাদেশ টেলিভিশনের নতুন কুঁড়ি পুরস্কার;
# প্রেসিডেন্ট শিশু-কিশোর ফুটবল কাপ;
# শিল্পমেলা ট্রফি;
# এশিয়া কাপ ক্রিকেট পুরস্কার;
# একুশে পদক;
# বায়তুল মোকাররম মসজিদের অভ্যন্তরের লাইটিংয়ের কারুকাজ।