Studypress News

অনুবাদ চর্চাঃ Bangladesh Bank

24 Aug 2020

Biotechnology is being used to address problems in all areas of agricultural production and processing. This includes plant breeding to raise and stabilize yields; to improve resistance to pests, diseases and a biotic stresses such as drought and cold; and to enhance the nutritional content of foods. Biotechnology is being used to develop low-cost disease-free planting materials for crops such as banana and potato and is creating new tools for the diagnosis and treatment of plant and animal diseases and for the measurement and conservation of genetic resources. Biotechnology is being used to speed up breeding programs for plants, livestock and fish and to extend the range of traits that can be addressed.


কৃষি উৎপাদন ও প্রক্রিয়াকরণের সকল সমস্যা মােকাবেলার জন্য জৈব প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। এর মধ্যে রয়েছে উদ্ভিদের বৃদ্ধি ও তাতে দৃঢ়তার জন্য উদ্ভিদের প্রজনন; পোকা-মাকড়ের হাত থেকে রক্ষা; খরা ও ঠাণ্ডার মতাে কিছু রােগ হতে মুক্তি; এবং খাদ্যের পুষ্টিকর উপাদান বৃদ্ধি। কম মূল্যের রােগ মুক্ত উদ্ভিদ যেমন কলা এবং আলুর মতাে উদ্ভিদ উৎপাদনের জন্য এই  জৈব প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। এবং এই জীব প্রযুক্তির দ্বারা উদ্ভিদ ও প্রাণির রােগ নির্ণয় ও তার চিকিৎসার জন্য নতুন নতুন প্রযুক্তির সৃষ্টি হচ্ছে এবং জীবগত সম্পদ সংরক্ষণ করা সম্ভব হচ্ছে। জীব প্রযুক্তি উদ্ভিদের প্রজনন প্রক্রিয়া, গবাদিপশু ও মাছের প্রজনন ক্রিয়া ত্বরান্বিতকরণের জন্য ব্যবহৃত হচ্ছে এবং
আরাে কিছু বিষয় এর মধ্যে আনা হচ্ছে যেগুলাের সমাধান করা সম্ভব।