Studypress News
অনুবাদ চর্চাঃ Bangladesh Bank
20 Aug 2020
বিদ্যা মঙ্গলের নিদান সে বিষয়ে সন্দেহ নাই। কিন্তু অল্প বিদ্যা মারাত্মক। সংসারে প্রত্যেক ব্যক্তিরই আপনার যথার্থ মূল্য বুঝিয়া চলা উচিত। যে ব্যক্তি যে বিষয়ে বিশেষরূপে দক্ষ নহে, তাহার পক্ষে সেই কার্যে হস্তক্ষেপ অবিধেয়। যে ব্যক্তি অর্ধশিক্ষিত, সুশিক্ষিতের ভান করা তাহার অনুচিত। কেননা ইহাতে সে যে কেবল আপনার ক্ষতি করে তাহা নহে; তাহার এইরূপ আচরণের দ্বারা সমাজেরও বিষম অনিষ্ট সাধিত হয়। হাতুড়িয়া বৈদ্যগণ প্রকৃত চিকিৎসক নহে, চিকিৎসাশাস্ত্রে তাহাদের অতি অল্প জ্ঞানই থাকে। কিন্তু তাহারা নিজেরাও বুঝে না বা বুঝিলেও অপরের নিকট স্বীকার করে না। সুতরাং তাহারা কোন সুচিকিৎসকের ভান করিয়া যদি সংকটাপন্ন রােগীর চিকিৎসার ভার গ্রহণ করে তবে ঐ রােগীর মৃত্যু অবশ্যম্ভাবী। তাহারা সমাজের অজ্ঞ লােকদিগকে প্রতারিত করিয়া উহাদের ভীষণ ক্ষতিসাধন করে। তাহাদের এই কার্যের জন্য চিকিৎসাবিদ্যা দায়ী নহে, দায়ী তাহাদের চিকিৎসাবিদ্যার অল্প জ্ঞান।
Solution: There is no doubt that education is the prime factor of welfare. But little learning is dangerous. Everyone should run in the society upholding his/her proper value. One who is not good at any particular thing should not interfere with that. By doing this, not only he does hamper upon himself but also make havoc of the society. The quacks are not rea doctors, they doe little knowledge about medical science. But they don't know it o deliberately they hid their ignorance. So, if they take responsibility of a critical patient in disguised of a good doctor, the chance of death of the patient is high. Deceiving the ignorant people, they make a huge loss of them. For this, medical science is not responsible rather their little knowledge about medical science is responsible for that.