Studypress News
অনুবাদ চর্চাঃ Premier Bank 2013
19 Aug 2020
বিজ্ঞানের অন্যতম উদ্ভাবন ইন্টারনেট । আর ইন্টারনেট সারা পৃথিবীকে মানুষের হাতের মুঠোয় এনে দিয়েছে । এর মাধ্যমে যেকোন মূহুর্তে পৃথিবীর যে কারও সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে । ইন্টারনেটের অপব্যবহর না করে একে মেধাবিকাশ ও মানব কল্যাণে ব্যবহার করতে হবে । শহরের চেয়ে গ্রামের তরুণেরা তথ্য প্রযুক্তি থেকে অনেক পিছিয়ে আছে । বিশ্বের সঙ্গে পরিচিত হতে হলে গ্রামগঞ্জেও ইন্টারনেট ছড়িয়ে দিতে হবে ।
Solution: Internet is one of the inventions of science. Internet has brought the entire world in the fist of people. A person can communicate with anyone any moment through internet. Internet has to be used for the development of talent and welfare of people instead of misusing it. The rural young are lagging behind more than urban young in information technology. To be introduced to the globe internet must be spread in remote villages too.