Studypress News
অনুবাদ চর্চাঃ Bangladesh Bank Officer 2017
17 Aug 2020
মাতৃভাষা মানুষের সবচেয়ে প্রিয় এবং তা মনােভাব প্রকাশের জন্য সবচেয়ে বেশি উপযােগী। অন্য কোন ভাষায় মনােভাব প্রকাশ করে পরিপূর্ণ আনন্দ পাওয়া যায় না। পৃথিবীতে মনের ভাব প্রকাশ করার জন্য অসংখ্য ভাষার সৃষ্টি হয়েছে। প্রত্যেক জাতির মাতৃভাষার নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে এবং মাতৃভাষার সঙ্গে এমন একটি আত্মিক সম্পর্ক থাকে যে, সেই ভাষাই তার মনােভাব প্রকাশের সর্বোত্তম বাহন হিসেবে বিবেচিত হয়। বিদেশী ভাষা কষ্টে আয়ত্ত করা গেলেও তার মর্ম যথার্থ উপলব্ধি করা যায় না এবং তাতে মনােভাব প্রকাশের যথেষ্ট অন্তরায় আছে । তাই পৃথিবীতে অসংখ্য ভাষার মধ্যে মাতৃভাষাই সবচেয়ে আপন এবং মনােভাব প্রকাশের শ্রেষ্ঠ পন্থা। বাঙালিদের কাছে বাংলা ভাষাই মনােভাব প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম। কারণ এটি বাঙালির মাতৃভাষা। বাঙালির রক্তে মাংসে মজ্জায় বাংলা ভাষা মিশে আছে। বাঙালিরা পরভাষা চর্চা করে বেশি , কিন্তু বাংলাতেই তার যত স্বাচ্ছন্দ্য।
The mother tongue is the most beloved of the people and it is the most useful for expressing one's feelings. There is no greater joy in expressing one's feelings in any other language. Numerous languages have been created in the world to express the thoughts of the mind. Every nation's mother tongue has its own characteristics and has such a spiritual connection with the mother tongue that it is considered as the best means of expressing one's feelings. Even if a foreign language can be mastered with difficulty, its meaning cannot be properly understood and there are considerable obstacles in expressing one's opinion. Therefore, among the many languages in the world, the mother tongue is the most intimate and the best way to express one's feelings. Bengali is the best way for Bengalis to express their views. Because it is the mother tongue of Bengali. Bengali language is mixed in the blood of Bengalis. Bengalis practice foreign languages more, but they are as comfortable in Bengali as they are.