Studypress News

অনুবাদ চর্চাঃ Bangladesh Bank AD 2017

16 Aug 2020

আঠারাে/ উনিশ শতকে ঢাকার একটা আলাদা জীবন ছিল। কিন্তু সমস্ত পূর্ববঙ্গ ছিল একটা পশ্চাৎ ভূমি।  বাংলার রাজধানী কোলকাতা থাকায় সেখানেই ছিল সমস্ত শিক্ষা-দীক্ষা, ব্যবসা-বাণিজ্য এবং সমৃদ্ধি। পূর্ব বাংলা থেকে সমস্ত অর্থ-সম্পদ চলে যেত কোলকাতা কেন্দ্রিক জমিদারদের হাতে, যাদের অনেকেরই জমিদারি ছিল বাংলাদেশে। এই বঞ্চনার ইতিহাস দীর্ঘ হতে হতে কুঁড়ি শতকের গােড়ার দিকে ঢাকা কেন্দ্রিক একটা প্রবল আন্দোলন শুরু হলাে নিজস্ব স্বাতন্ত্রের জন্য। সামগ্রিক দৃষ্টিকোণ থেকে ইংরেজ শাসকরাও বুঝতে পেরেছিলেন যেপূর্ববঙ্গ সত্যি সত্যিই বঞ্চনার শিকার হচ্ছে। তারা এও বুঝতে পেরেছিল যে এখানে সে অর্থে কোন মধ্যবিত্ত শ্রেণিও নেই যারা তাদের নিজস্ব ব্যবসা-বাণিজ্য বিকশিত করতে পারে। আরেকটি বড় অভাব তারা চিহ্নিত করেছিল। সেটা ছিল শিক্ষার অভাব। এরপর ১৯০৫ সালে প্রথম যখন বঙ্গভঙ্গ হল তখন ঢাকা একটি প্রাদেশিকৃ রাজধানীর মর্যাদা পেল। তখনই সত্যিকার অর্থে জেগে ওঠে ঢাকা। তখন যে সমস্ত বাঙালি ঢাকার বাইরে ছিল তাদের দৃষ্টি পড়তে শুরু করল ঢাকার দিকে। সেই সময়েই আসলে পূর্ববঙ্গের জাগরণ শুরু হয়।

Dhaka had a distinctive life in the eighteenth/nineteenth century. But all East Bengal was a backward land. As the capital of Bengal was Kolkata, there was all the education, trade, and prosperity. All wealth from East Bengal relinquished to the Kolkata-based zamindars, many of whom had land holdings in Bengal.
The long history of this deprivation led to the beginning of a strong Dhaka-centric movement in the late twentieth century for its independence. From an overall point of view, the English rulers also understood that.East Bengal was being deprived. They also realized that there was no middle class in the sense that they could develop their own business. Another major shortcoming they identified. That was a lack of education. Then, when the Partition of Bengal first took place in 1905, Dhaka got the provincial capital status. That's when Dhaka truely woke up. Then all the Bengalis who were outside Dhaka began to look towards Dhaka. At that time, the awakening of East Bengal actually started.