Studypress News

বিসিএস ও ব্যাংক জব সাজেশন- বাংলা (১)

30 Jul 2020

১) উত্তম মধ্যম বাগধারাটির অর্থ- প্রহার

২) ঐচ্ছিক এর বিপরীত - আবশ্যিক

৩) সে যেতে চায় তথাপি বসে আছে - যৌগিক বাক্য

৪) শুদ্ধ বানান - বিভীষিকা।

৫) পঙ্কে জন্মে যা - পঙ্কজ ।

৬) বাংলা ভাষায় ব্যবহৃত যতিচিহ্নগুলাের কতটি বাক্যের শেষে বসে - ৪টি

৭) খগ শব্দের অর্থ - পাখি

৮) যে গ্রন্থে যতি চিহ্নের স্বার্থক প্রযােগ ঘটে - বেলাত পঞ্চবিংশতি

৯) ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ - নীলদর্পন

১০) চর্যাপদের পদগুলাে টীকার মাধ্যমে ব্যাখ্যা করেন - মুনিদত্ত

১১) জহির রায়হানের রচনা - আরেক ফাল্গুন

১২) যে শাসকদের সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় - তুর্কী

১৩) রবীন্দ্রনাথ নােবেল পুরষ্কার পান - ১৯১৩ সালে

১৪) বাংলাদেশের রণসংগীতের রচয়িতা - কাজী নজরুল ইসলাম

১৫) কোনটি মহাব্য - মেঘনাদ বধ

১৬) নির্বন্ধ শব্দটির অর্থ - বিধান

১৭) ঈষৎ কম্পিত - আধুত

১৮) এক বচনের উদাহরণ - শিক্ষক ছাত্র পড়াচ্ছেন।

১৯) জঙ্গম শব্দটির অর্থ - গতিশীল

২০) পরষ্পর - পর + পর

২১) মৃন্ময় - মৃৎ ম্য ( মৃৎ+ম্য)

২২) সুন্দর শব্দের বিশেষ্য রুপ - সৌন্দর্য

২৩) সাহেব শব্দের বহুবচন- সাহেবান

২৪) যে শব্দটির পুরুষবাচক শব্দ নেই - ডাইনী

২৫) যেটি দ্বিগু সমাস সিদ্ধ শব্দ - ষড়ঋতু