Studypress News
টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশ নারী দল
03 Dec 2015
বাছাইপর্বের প্রথম সেমিফাইনাল: বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে
ভেন্যু: ব্যাংকক
স্কোর: বাংলাদেশ ৮৯/৫
জিম্বাবুয়ে: ৫৮ (১৯.১ ওভার)
ফলাফল: বাংলাদেশ ৩১ রানে জয়ী
টানা দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশ। ২০১৪ এর আসরটিতে খেলেছিল স্বাগতিক হিসেবে। তবে, বাছাইপর্বের বাধা পেরিয়ে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগ্রেসরা।
ব্যাংককে বাছাইপর্বের প্রথম সেমিফাইনালে জিম্বাবুয়েকে হারিয়েছে ৩১ রানে। টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। পাঁচ উইকেটে ৮৯ রানের বেশি তুলতে পারেনি জাহানারার দল। সর্বোচ্চ ৪৩ রান করেন ফারজানা হক। তবে, মামুলি এই সংগ্রহটাকেই জিম্বাবুয়ের জন্য পাহাড়সম করে দেন লেগস্পিনার রুমানা আহমেদ। ৪ ওভারে ৮ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন তিনি। জিম্বাবুয়ের ইনিংস গুটিয়ে যায় ৫৮ রানেই। ম্যাচসেরা হয়েছেন রুমানা। আজ দ্বিতীয় সেমিফাইনালে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের মধ্যকার ম্যাচের বিজয়ীর সঙ্গে আগামী ৫ ডিসেম্বর ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ।
আগামী বছরের ১১ মার্চ নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ভারতে।বিশ্বকাপে সরাসরি খেলবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্টইন্ডিজ, দক্ষিণআফ্রিকা, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল।