Studypress News
ইউরো মুদ্রাভুক্ত হলো বুলগেরিয়া ও ক্রোয়েশিয়া
14 Jul 2020
বুলগেরিয়া ও ক্রোয়েশিয়া দেশ দুটিকে ইউরো মুদ্রা চালুর চূড়ান্ত ধাপ ‘এক্সচেঞ্জ রেট মেকানিজম- ‘ইআরএম ২’ এ অন্তর্ভুক্ত করা হয়েছে । ১০ জুলাই দেশ দুটি এই অনুমোদন পায়। কার্যকরীভাবে ইউরো মুদ্রা চালু করার আগে দেশ দুটিকে ইআরএম-২ এর আওতায় অবশ্যই কমপক্ষে দুই বছর থাকতে হবে। কার্যক্রম সন্তোষজনক না হলে এই প্রক্রিয়ায় আরও এক বছর বেশি সময়ও থাকতে হতে পারে। দুই বছর থাকলে ২০২৩ সালের দিকে আনুষ্ঠানিকভাবে ইউরোভুক্ত হবে দেশ দুটি।