Studypress News

সাম্প্রতিক বিষয়াবলী

01 Jul 2020

* ব্যাংক ঋণের সর্বোচ্চ সুদের  হার ৯%কার্যকর হয় কবে? - ১ এপ্রিল,২০২০
* বাংলাদেশে ভার্চুয়াল আদালতের কার্যক্রম কবে শুরু হয়- ১১ মে ২০২০।
* অধ্যাপক আনিসুজ্জামান মৃত্যুবরণ করেন- ১৪ মে,২০২০
* United Nations Public Service Award  লাভ করে  কোন মন্ত্রনালয়- ভূমি
* বাংলা খেয়ালের প্রবর্তক কে?  উত্তর : আজান রহমান। 
* বর্তমানে দেশে আর্থিক প্রতিষ্ঠান কতটি? উত্তর : ৩৫টি। 
* ২০১৯ সালে বাংলাদেশে বিনিয়ােগে  শীর্ষ দেশ কোনটি? উ:প্রথম- চীন, দ্বিতীয়- যুক্তরাজ্য।
* বাংলাদেশ চীনে কতটি পণ্যে শুল্ক মুক্ত সুবিধা পায়? উত্তর :৮,২৫৬টি।
* বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের  সংখ্যা কতটি? উ : ১০৬টি।
* বাংলাদেশে ইন্সুরেন্স কোম্পানির সংখ্যা কতো- ৭৯ টি 
* ২৩ জুন ২০২০ কোন ইন্সুরেন্স কোম্পানি যাত্রা শুরু করে- আস্থা ইন্সুরেন্স লিমিটেড
*যুক্তরাষ্ট্র ,মেক্সিকো,কানাডা এর মধ্যে USMCA চুক্তি স্বাক্ষরিত হয় কতো তারিখ- ১ জুলাই ,২০২০
*কৱেনাভাইরাসের টিকা তৈরির  গবেষণায় মার্কিন সরকার যে প্রকল্প গ্রহণ করে তার নাম কী?  উঃ
Operation Warp Speed 
* :২০২১ সাল এ আন্তর্জাতিক কোন বর্ষ উদযাপিত হয়- International Year for the Elimination of Child Labour
* বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WTO) সুপারিশ অনুযায়ী, প্রতি চিকিৎসকের বিপরীতে কতজন করে মেডিকেল টেকনােলজিস্ট থাকা উচিত? উঃ:৫ জন।
* Black Live Mater (BLM) কী? উত্তর : বর্ণবাদ বিরােধী আন্দোলন। 
* জাতিসংঘ সাধারণ পরিষদের(UNCA) ৭৫তম অধিবেশনের প্রেসিডেন্ট নির্বাচিত হন কে? উঃ: ভোলকন বােজকার (তুরস্ক)।
*বৈশ্বিক বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষ দেশ - যুক্তরাষ্ট্র
* উপসাগরীয় সহযোগী সংস্থা (GCC)-এর মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে-  মােবারক আল আজরাফ (কুয়েত)। 
*সৌর বিদ্যুৎ উতপাদনে  শীর্ষ দেশ কোনটি- চীন 
*OACPS এর পূর্ণ রুপ কি?-  Organisation of African Caribbean and Pacific States |
* প্রশ্ন :OACPS এর বর্তমান সদস্য দেশ কত- ৭৯
*OACPS এর সদর দপ্তর কোথায়? -ব্রাসেলস, বেলজিয়াম।
*২০২০ সালের মার্চে বাংলাদেশ সরকার কোন রোগকে সংক্রামক ব্যাধি হিসেবে ঘােষণা করে?-COVID-19
*বাংলাদেশ সরকার ঘােষিত সংক্রামক ব্যাধি কতটি?-২৪টি
*বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপুলিশ পরিদর্শক (IGP) নাম কী?-ড. বেনজীর আহমেদ
*RAB 'র নবনিযুক্ত মহাপরিচালকের নাম কী?-চৌধুরী আব্দুল্লাহ   আল মামুন
*জাতীয় বাজেট ২০২০-২১ কত তম বাজেট -৫০তম
*বাজেটের মােট পরিমাণ কত?-৫,৬৮,০০০ কোটি টাকা 
*সাধারণ কর মুক্ত আয়সীমা কত?-৩ লাখ টাকা
*নারী ও ৬৫ বছর বা তদূর্ধ্ব ব্যক্তির করমুক্ত আয়সীমা কত?-৩.৫০ লাখ টাকা
*ধান উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?-ময়মনসিংহ
*গম উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?-ঠাকুরগাঁও
*চা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? =মৌলভীবাজার
*পাট উৎপাদনে শীর্ষ জেলা কোনটি ?-ফরিদপুর 
*৩ নভেম্বর ২০২০ অনুষ্ঠিতব্য ৫৯তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডােনাল ট্রাম্প এর সাথে প্রতিদ্বন্দ্বিতা  করবে  কোন ডেমােক্র্যাটিক প্রার্থী?-জো বাইডেন
*সুপার ঘূর্ণিঝড়   আম্পান আঘাত হানে কবে?-২০ মে ২০২০
* ঘুর্ণিঝড নিসর্গ এর নামকরণ করে কোন দেশ-বাংলাদেশ
* ঘূর্ণিঝড় আম্পান এর নামকরণ করে কোন দেশ? -থাইল্যান্ড
*অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা   (OECD) বর্তমান সদস্য দেশ কতটি?-৩৭টি
* এপ্রিল ২০২০ কোন দেশ OECD'র সদস্যপদ লাভ করে?-কলম্বিয়া
* এশীয় অবকাঠামাে বিনিয়োেগ ব্যাংকের  বর্তমান সদস্য দেশ কতটি?
-৮১টি
* ২৭ মে ২০২০ কোন দেশ AIIB ৮১তম সদস্যপদ লাভ করে-বেনিন 
* বিশ বুদ্ধিবৃত্তিক সম্পদ সংস্থার WIPO বর্তমান সদসা দেশ কতটি?-১৯৩
* WIPO ১৯৩ তম সদস্যপদ লাভ করে ।- নাউরু
*, আফ্রিকান ডেভেলপমেন্ট  ব্যাংকের (AFDB) বর্তমান  সদস্য দেশ কতটি?-৮১টি 
* ৪ মার্চ ২০০ কোন দেশ AfDB'র ৮১তম  সদস্যপদ লাভ করে ।
-আয়ারল্যান্ড
* NATO'র বর্তমান সদস্য দেশ কতটি?-৩০  টি
* ২৭ মার্চ ২০২০ কোন দেশ NATO’র ৩০তম সদস্যপদ লাভ করে?
- মেসিডোনিয়া 
* বহুপাক্ষিক বিনিয়ােগ গ্যারান্টি সংস্থার (MIGA) বর্তমান সদস্য দেশ কতটি?-১৮২টি
*২৪ মার্চ ২০২০ কোন দেশ MIGA'র ১৮২তম  সদস্যপদ লাভ করে?-সোমালিয়া
* ২০২০ সালের হেরিটেজ ফাউন্ডেশনের অর্থনৈতিক স্বাধীনতার সূচকে শীর্ষ দেশ কোনটি?-সিঙ্গাপুর
*২০২০ সালের হেরিটেজ ফাউন্ডেশনের অর্থনৈতিক স্বাধীনতার সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?-উত্তর কোরিয়া
* ২০২০ সালের হেরিটেজ ফাউকেশনের অর্থনৈতিক স্বাধীনতার সূচকে বাংলাদেশের অবস্থান কত?-১২২তম
* বৈশ্বিক সামরিক ব্যয়ে শীর্ষ দেশ কোনটি?-যুক্তরাষ্ট্র
*২০২০ সালের মুক্ত গণমাধ্যম সূচকে শীর্ষ দেশ কোনটি?  -নরওয়ে
* ২০২০ সালের মুক্ত গণমাধ্যম সূচকে  সর্বনিম্ন  দেশ কোনটি? -উওর কোরিয়া। 
*২০২০ সালের মুক্ত গণমাধ্যম সূচকে   ৰাংলাদেশের স্থান কত? -১৫১তম
* ২০২০ সালের বৈশ্বিক শান্তি সূচকে শীর্ষ দেশ কোনটি?-আইসল্যান্ড
* ২০২০ সালের বৈশ্বিক শান্তি সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? -আফগানিস্তান 
* ২০২০ সালের বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের  অবস্থান কততম?-৯৭তম
* স্বাদু বা মিঠা  পানির মৎস্য  উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশ কোনটি? -চীন
* স্বাদু বা মিঠা  পানির মৎস্য  উৎপাদনে বাংলাদেশ বিশ্বে কততম?-তৃতীয়
*সামুদ্রিক মাছ আহরণে শীর্ষ দেশ কোনটি?-চীন
* মাছ রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? - চীন 
*৩২ তম গ্রীষ্মকালীন অলিম্পিক কবে অনুষ্ঠিত হবে-২৩ জুলাই-৮ আগষ্ট ২০২১
*৩২ তম গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে- টোকিও,
*১৮তম বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে?-ওরেগন,  রাশিয়া