01 Jul 2020

সাম্প্রতিক বিষয়াবলী

* ব্যাংক ঋণের সর্বোচ্চ সুদের  হার ৯%কার্যকর হয় কবে? - ১ এপ্রিল,২০২০
* বাংলাদেশে ভার্চুয়াল আদালতের কার্যক্রম কবে শুরু হয়- ১১ মে ২০২০।
* অধ্যাপক আনিসুজ্জামান মৃত্যুবরণ করেন- ১৪ মে,২০২০
* United Nations Public Service Award  লাভ করে  কোন মন্ত্রনালয়- ভূমি
* বাংলা খেয়ালের প্রবর্তক কে?  উত্তর : আজান রহমান। 
* বর্তমানে দেশে আর্থিক প্রতিষ্ঠান কতটি? উত্তর : ৩৫টি। 
* ২০১৯ সালে বাংলাদেশে বিনিয়ােগে  শীর্ষ দেশ কোনটি? উ:প্রথম- চীন, দ্বিতীয়- যুক্তরাজ্য।
* বাংলাদেশ চীনে কতটি পণ্যে শুল্ক মুক্ত সুবিধা পায়? উত্তর :৮,২৫৬টি।
* বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের  সংখ্যা কতটি? উ : ১০৬টি।
* বাংলাদেশে ইন্সুরেন্স কোম্পানির সংখ্যা কতো- ৭৯ টি 
* ২৩ জুন ২০২০ কোন ইন্সুরেন্স কোম্পানি যাত্রা শুরু করে- আস্থা ইন্সুরেন্স লিমিটেড
*যুক্তরাষ্ট্র ,মেক্সিকো,কানাডা এর মধ্যে USMCA চুক্তি স্বাক্ষরিত হয় কতো তারিখ- ১ জুলাই ,২০২০
*কৱেনাভাইরাসের টিকা তৈরির  গবেষণায় মার্কিন সরকার যে প্রকল্প গ্রহণ করে তার নাম কী?  উঃ
Operation Warp Speed 
* :২০২১ সাল এ আন্তর্জাতিক কোন বর্ষ উদযাপিত হয়- International Year for the Elimination of Child Labour
* বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WTO) সুপারিশ অনুযায়ী, প্রতি চিকিৎসকের বিপরীতে কতজন করে মেডিকেল টেকনােলজিস্ট থাকা উচিত? উঃ:৫ জন।
* Black Live Mater (BLM) কী? উত্তর : বর্ণবাদ বিরােধী আন্দোলন। 
* জাতিসংঘ সাধারণ পরিষদের(UNCA) ৭৫তম অধিবেশনের প্রেসিডেন্ট নির্বাচিত হন কে? উঃ: ভোলকন বােজকার (তুরস্ক)।
*বৈশ্বিক বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষ দেশ - যুক্তরাষ্ট্র
* উপসাগরীয় সহযোগী সংস্থা (GCC)-এর মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে-  মােবারক আল আজরাফ (কুয়েত)। 
*সৌর বিদ্যুৎ উতপাদনে  শীর্ষ দেশ কোনটি- চীন 
*OACPS এর পূর্ণ রুপ কি?-  Organisation of African Caribbean and Pacific States |
* প্রশ্ন :OACPS এর বর্তমান সদস্য দেশ কত- ৭৯
*OACPS এর সদর দপ্তর কোথায়? -ব্রাসেলস, বেলজিয়াম।
*২০২০ সালের মার্চে বাংলাদেশ সরকার কোন রোগকে সংক্রামক ব্যাধি হিসেবে ঘােষণা করে?-COVID-19
*বাংলাদেশ সরকার ঘােষিত সংক্রামক ব্যাধি কতটি?-২৪টি
*বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপুলিশ পরিদর্শক (IGP) নাম কী?-ড. বেনজীর আহমেদ
*RAB 'র নবনিযুক্ত মহাপরিচালকের নাম কী?-চৌধুরী আব্দুল্লাহ   আল মামুন
*জাতীয় বাজেট ২০২০-২১ কত তম বাজেট -৫০তম
*বাজেটের মােট পরিমাণ কত?-৫,৬৮,০০০ কোটি টাকা 
*সাধারণ কর মুক্ত আয়সীমা কত?-৩ লাখ টাকা
*নারী ও ৬৫ বছর বা তদূর্ধ্ব ব্যক্তির করমুক্ত আয়সীমা কত?-৩.৫০ লাখ টাকা
*ধান উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?-ময়মনসিংহ
*গম উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?-ঠাকুরগাঁও
*চা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? =মৌলভীবাজার
*পাট উৎপাদনে শীর্ষ জেলা কোনটি ?-ফরিদপুর 
*৩ নভেম্বর ২০২০ অনুষ্ঠিতব্য ৫৯তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডােনাল ট্রাম্প এর সাথে প্রতিদ্বন্দ্বিতা  করবে  কোন ডেমােক্র্যাটিক প্রার্থী?-জো বাইডেন
*সুপার ঘূর্ণিঝড়   আম্পান আঘাত হানে কবে?-২০ মে ২০২০
* ঘুর্ণিঝড নিসর্গ এর নামকরণ করে কোন দেশ-বাংলাদেশ
* ঘূর্ণিঝড় আম্পান এর নামকরণ করে কোন দেশ? -থাইল্যান্ড
*অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা   (OECD) বর্তমান সদস্য দেশ কতটি?-৩৭টি
* এপ্রিল ২০২০ কোন দেশ OECD'র সদস্যপদ লাভ করে?-কলম্বিয়া
* এশীয় অবকাঠামাে বিনিয়োেগ ব্যাংকের  বর্তমান সদস্য দেশ কতটি?
-৮১টি
* ২৭ মে ২০২০ কোন দেশ AIIB ৮১তম সদস্যপদ লাভ করে-বেনিন 
* বিশ বুদ্ধিবৃত্তিক সম্পদ সংস্থার WIPO বর্তমান সদসা দেশ কতটি?-১৯৩
* WIPO ১৯৩ তম সদস্যপদ লাভ করে ।- নাউরু
*, আফ্রিকান ডেভেলপমেন্ট  ব্যাংকের (AFDB) বর্তমান  সদস্য দেশ কতটি?-৮১টি 
* ৪ মার্চ ২০০ কোন দেশ AfDB'র ৮১তম  সদস্যপদ লাভ করে ।
-আয়ারল্যান্ড
* NATO'র বর্তমান সদস্য দেশ কতটি?-৩০  টি
* ২৭ মার্চ ২০২০ কোন দেশ NATO’র ৩০তম সদস্যপদ লাভ করে?
- মেসিডোনিয়া 
* বহুপাক্ষিক বিনিয়ােগ গ্যারান্টি সংস্থার (MIGA) বর্তমান সদস্য দেশ কতটি?-১৮২টি
*২৪ মার্চ ২০২০ কোন দেশ MIGA'র ১৮২তম  সদস্যপদ লাভ করে?-সোমালিয়া
* ২০২০ সালের হেরিটেজ ফাউন্ডেশনের অর্থনৈতিক স্বাধীনতার সূচকে শীর্ষ দেশ কোনটি?-সিঙ্গাপুর
*২০২০ সালের হেরিটেজ ফাউন্ডেশনের অর্থনৈতিক স্বাধীনতার সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?-উত্তর কোরিয়া
* ২০২০ সালের হেরিটেজ ফাউকেশনের অর্থনৈতিক স্বাধীনতার সূচকে বাংলাদেশের অবস্থান কত?-১২২তম
* বৈশ্বিক সামরিক ব্যয়ে শীর্ষ দেশ কোনটি?-যুক্তরাষ্ট্র
*২০২০ সালের মুক্ত গণমাধ্যম সূচকে শীর্ষ দেশ কোনটি?  -নরওয়ে
* ২০২০ সালের মুক্ত গণমাধ্যম সূচকে  সর্বনিম্ন  দেশ কোনটি? -উওর কোরিয়া। 
*২০২০ সালের মুক্ত গণমাধ্যম সূচকে   ৰাংলাদেশের স্থান কত? -১৫১তম
* ২০২০ সালের বৈশ্বিক শান্তি সূচকে শীর্ষ দেশ কোনটি?-আইসল্যান্ড
* ২০২০ সালের বৈশ্বিক শান্তি সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? -আফগানিস্তান 
* ২০২০ সালের বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের  অবস্থান কততম?-৯৭তম
* স্বাদু বা মিঠা  পানির মৎস্য  উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশ কোনটি? -চীন
* স্বাদু বা মিঠা  পানির মৎস্য  উৎপাদনে বাংলাদেশ বিশ্বে কততম?-তৃতীয়
*সামুদ্রিক মাছ আহরণে শীর্ষ দেশ কোনটি?-চীন
* মাছ রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? - চীন 
*৩২ তম গ্রীষ্মকালীন অলিম্পিক কবে অনুষ্ঠিত হবে-২৩ জুলাই-৮ আগষ্ট ২০২১
*৩২ তম গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে- টোকিও,
*১৮তম বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে?-ওরেগন,  রাশিয়া

 

 

 

 


 

 

 


 

 

আরো দেখুন
01 Jun 2023
২০২৩-২৪ অর্থ বছরের বাংলাদেশের ৫২তম বাজেট প্রস্তাবিত।

আজ বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন।

এটি দেশের ৫২তম, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ২৪তম ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পঞ্চম বাজেট।

২০২৩-২৪ অর্থবছরের বাজেটের আকার এর আগের অর্থবছরের চেয়ে ১২ দশমিক ৩৪ শতাংশ বড়। বাজেটটি ৫০ লাখ ৬ হাজার ৬৭২ কোটি টাকার প্রাক্কলিত জিডিপির ১৫ দশমিক ২১ শতাংশ।এর মধ্যে ৫ লাখ কোটি টাকা আসবে রাজস্ব আয় হিসেবে।বাজেটে ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা, যা মোট জিডিপির ৫ দশমিক ২ শতাংশ।

মোট বাজেটের ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা ঘাটতি মেটাতে বৈদেশিক উৎস থেকে ১ লাখ ২ হাজার ৪৯০ কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ৫৫ হাজার ৩৯৫ কোটি টাকা সংগ্রহের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

দেশের বর্তমান উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করাকে মূল লক্ষ্য হিসেবে নির্ধারণ করে অর্থমন্ত্রী ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন। জাতীয় সংসদে 'উন্নয়নের অভিযাত্রার দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রগতি' শীর্ষক বাজেট বক্তৃতা দেন তিনি

২০২২-২৩ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৩৩ হাজার কোটি টাকা। আগামী ২০২৩-২৪ অর্থবছরে রাজস্ব হিসেবে ৫ লাখ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।সরকারের রাজস্ব আদায়ের পরিমাণ বাড়াতে ২০২৩-২৪ অর্থবছরের জন্য সম্পত্তি নিবন্ধন কর দ্বিগুণ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল।ব্যাগেজ বিধিমালা অনুযায়ী বিদেশ থেকে আসা একজন যাত্রী স্বর্ণের বার আনার ক্ষেত্রে শুল্ক দ্বিগুণ করা হয়েছে এবারের বাজাটে। সেই সঙ্গে একজন যাত্রী সঙ্গে করে কী পরিমাণ স্বর্ণ নিয়ে আসতে পারবেন তার সীমাও অর্ধেক করা হয়েছে।চলতি ২০২২-২৩ অর্থবছরের জন্য জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬ দশমিক ০৩ শতাংশ নির্ধারণ করেছিল সরকার।আগামী ২০২৩-২৪ অর্থবছরে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৫০ শতাংশ নির্ধারণ করেছে সরকার।

17 May 2023
কানাডার পার্লামেন্টে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ বিল পাস।

প্রতি বছর ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রীয়ভাবে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসাবে পালন করতে ৩০ মার্চ,২০২৩ একটি আইন করেছে কানাডার পার্লামেন্ট। 

বৃহস্পতিবার কানাডার হাউজ অব কমন্সে ‘ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গোয়েজ অ্যাক্ট’ পাস করা হয় বলে অটোয়ায় বাংলাদেশ হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।সেখানে বলা হয়, “এই বিল পাসের মাধ্যমে কানাডা এখন থেকে প্রতি বছর ২১ ফেব্রুয়ারি সরকারিভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করবে। এটা বাংলাদেশি-কানাডিয়ানদের জন্য এবং সারা বিশ্বের মাতৃভাষাপ্রেমিদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।” 

এই বিলটি কানাডার পার্লামেন্টে নেওয়ার ক্ষেত্রে মাদার ল্যাংগুয়েজ লাভার্স অব দ্য ওয়ার্ল্ড সোসাইটির সভাপতি আমিনুল ইসলামের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সে জন্য তার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয় হাই কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে। 

সেখানে বলা হয়, “আমরা আমিনুল ইসলামের অবদানকে বিশেষভাবে স্মরণ করি, যিনি এক দশকের বেশি সময় ধরে বিলটি পাসের জন্য চেষ্টা চালিয়ে গেছেন। হাই কমিশনার খলিলুর রহমানও এই লক্ষ্য অর্জনে গত দুই বছর ধরে হাউজ অব কমন্স সদস্য ও সেনেটরদের সাথে নিবিড়ভাবে কাজ করেছেন।” 


হাই কমিশন বলছে, “বিলটি পাস হওয়া ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্যের প্রতি কানাডার অঙ্গীকারের প্রমাণ। এই বিলটি স্মরণ করিয়ে দেয় যে ভাষা হল মানুষের পরিচিতি ও সাংস্কৃতিক উত্তরাধিকারের অপরিহার্য উপাদান। ভাষার বৈচিত্র্যকে সম্মান করা, রক্ষা করা, বর্ধন করা আমাদের সবার দায়িত্ব।”

17 May 2023
পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু।

মঙ্গলবার (৪ এপ্রিল,২০২৩) দুপুর সোয়া ১টায় পদ্মা বহুমুখী সেতুতে শুরু হয় পরীক্ষামূলক এ ট্রেন চলাচল। এতে যাত্রী হয়ে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন নির্মিত রেলপথসহ প্রকল্পের সার্বিক কাজ পরিদর্শন করেন।বিভিন্ন সূত্রে জানা গেছে, পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের আওতায় রেল লিংক প্রকল্পের অধীনে ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার রেললাইন নির্মাণ করা হচ্ছে। প্রায় ৪০ হাজার কোটি টাকার এই প্রকল্পের ঠিকাদার চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কোম্পানি (সিআরইসি)। এই প্রকল্পের কাজ তিন ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হচ্ছে ঢাকা থেকে মাওয়া, মাওয়া থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা এবং ভাঙ্গা থেকে যশোর।