Studypress News

IMF -এর রিজার্ভ মুদ্রার মর্যাদা পেল চীনা ইউয়ান

03 Dec 2015

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) রিজার্ভ মুদ্রা হিসেবে মর্যাদা পেয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের ইউয়ান। মার্কিন ডলার, ইউরো জোনের একক মুদ্রা ইউরো, জাপানি ইয়েন ও ব্রিটিশ পাউন্ড স্টার্লিংয়ের পর ইউয়ানই হলো আইএমএফের পঞ্চম রিজার্ভ মুদ্রা।

চীনা ইউয়ানকে রিজার্ভ মুদ্রা হিসেবে গ্রহণের এই সিদ্ধান্ত নিয়েছে, যা আগামী ২০১৬ সালের ১ অক্টোবর থেকে কার্যকর হবে।  

ডলার, ইউরো, পাউন্ড ও ইয়েনের পাশাপাশি ইউয়ানও আইএমএফের সম্পূরক আন্তর্জাতিক রিজার্ভ বা মজুত সম্পদ, যা এসডিআর(SDR) (স্পেশাল ড্রয়িং রাইটস) নামে পরিচিত। সদস্য দেশগুলোর সরকারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুতের সম্পূরক আন্তর্জাতিক মুদ্রা হিসেবে ১৯৬৯ সালে এসডিআর(SDR) চালু করা হয়। প্রতি পাঁচ বছর পরপর আইএমএফ বিশ্বের অন্য কয়েকটি প্রধান মুদ্রার বিনিময় হারের ভিত্তিতে এসডিআর মুদ্রাগুলোর মূল্যমান নির্ধারণ করে থাকে।

এসডিআর বাস্কেট বা ঝুড়িতে সর্বোচ্চ ৪১ দশমিক ৭৩ শতাংশ জুড়ে রয়েছে মার্কিন ডলার। অন্য মুদ্রাগুলোর হিস্যা বা অংশ হচ্ছে—ইউরো জোনের মুদ্রা ইউরো ৩০ দশমিক ৯৩ শতাংশ, ব্রিটিশ পাউন্ড ৮ দশমিক শূন্য ৯ শতাংশ, জাপানি ইয়েন ৮ দশমিক ৩৩ শতাংশ এবং নবীনতম সদস্য চীনা ইউয়ান ১০ দশমিক ৯২ শতাংশ।

আইএমএফের কর্মকর্তাদের কেউ কেউ বলছেন, অন্যান্য মুদ্রার জন্যও এসডিআর ঝুড়িতে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ রাখা উচিত। অবশ্য এ বিষয়ে পরবর্তী পর্যালোচনা অনুষ্ঠিত হবে ২০২১ সালে।

Key Points:

(১) YUAN = চীনের মুদ্রার নাম।

(২) চীনের মুদ্রা ইউয়ান -কে রিজার্ভ মুদ্রার সিদ্ধান্ত কার্যকর হবেঃ ১ অক্টোবর, ২০১৬; 

(২)  IMF -এর রিজার্ভ মুদ্রা হিসেবে মর্যাদা পাওয়া ৫ টি মুদ্রা হচ্ছে- মার্কিন ডলার, ইউরো জোনের একক মুদ্রা ইউরো, জাপানি ইয়েন ও ব্রিটিশ পাউন্ড স্টার্লিং ও চীনের ইউয়ান।

(৩) SDR Stands = Special Drawing Rights.

(৪) IMF Stands = International Monetary Fund.

(৫) IMF -এর প্রধান ক্রিস্টিন লিগার্দ।

(৬) IMF প্রতিষ্ঠিত হয়ঃ 27 December 1945.

(৭) IMF -এর সদর দপ্তরঃ Washington, D.C., United States.