Studypress News

ডেইলি স্টার এডিটোরিয়াল অনুবাদঃ১৯/০৪/২০২০

19 Apr 2020

Rohingyas can’t be left to starve at sea

রোহিঙ্গাদের সমুদ্রে অনাহারে থাকতে দেওয়া যায় না

Countries must abide by international law
দেশগুলিকে অবশ্যই আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে

On April 16, 396 Rohingya were rescued by Bangladesh Coast Guard after two months of drifting at sea. According to UNHCR, 32 people lost their lives during the harrowing journey, and the surviving passengers are severely dehydrated and malnourished as they ran out of food and water. The trawler, which reportedly set sail from Cox's Bazar for Malaysia, was turned away by the Malaysian authorities and after several failed attempts to land, it made its way back towards Bangladesh.

১৬  এপ্রিল, ৩৯৬  রোহিঙ্গাকে বাংলাদেশ কোস্টগার্ড সমুদ্রে ভাসমান  অবস্থায় থাকার দুই মাস পরে উদ্ধার করে। ইউএনএইচসিআর অনুসারে, দুঃসহ এ  যাত্রায় ৩২ জন প্রাণ হারিয়েছে এবং খাবার ও জলের অভাব থেকে বেঁচে যাওয়া যাত্রীরা মারাত্মকভাবে পানিশূন্যতা  এবং অপুষ্টিতে ভুগছেন। কক্সবাজার থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওয়ানা হওয়া ট্রলারটি মালয়েশিয়ার কর্তৃপক্ষ ফিরিয়ে দিয়েছিল এবং তীরে নামার বেশ কয়েকটি ব্যর্থ চেষ্টার পরে এটি বাংলাদেশের দিকে ফিরে যায়।

It is truly unfortunate that local and regional authorities have been able to do little to dismantle the human trafficking network that runs from Myanmar and Bangladesh to Thailand and Malaysia, exploiting refugees' helplessness to trap them into a life that is often as precarious—if not more—as the one they are trying to leave behind.

এটি সত্যিই দুর্ভাগ্যজনক যে স্থানীয় ও আঞ্চলিক কর্তৃপক্ষ মিয়ানমার এবং বাংলাদেশ থেকে থাইল্যান্ড এবং মালয়েশিয়ার দিকে চালিত মানব পাচার নেটওয়ার্ককে নিরসনে খুব সামান্য কিছুই করতে সক্ষম হয়েছে, শরণার্থীদের অসহায়ত্ব এর সুযোগ নিয়ে এমন এক ফাদের মধ্যে  আটকে ফেলে যা প্রায়শই বিপদজনক হয়ে থাকে — তা না হলে আরও —তারা তাদের ফেলে  পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

It is imperative to stop any illegal movement out of the country at this time, and the Rohingya community must be warned of the near death sentence that awaits trafficking victims, with borders being closed.

এই সময়ে দেশের বাইরে যে কোনও অবৈধ চলাচল বন্ধ করা জরুরী এবং রোহিঙ্গা সম্প্রদায়কে অবশ্যই মালয়েশিয়ার মতো দেশ গুলির বন্ধ সীমান্ত  এবং যারা পাচার হচ্ছে তাদের জন্য অপেক্ষমান মৃত্যুর ব্যাপারে তাদের বার বার সতর্ক করতে  হবে।

In fact, Malaysian authorities have turned away a second boat carrying about 200 Rohingya refugees, including children, on April 17, being fully aware of the ruthless consequences of such a decision. These "pushback" actions and policies violate the principal of non-refoulement, which states that no one should be returned to a country where they would face torture, cruel, inhuman or degrading treatment or punishment and other irreparable harm. It is a part of customary international law and binding on all states.

প্রকৃতপক্ষে, মালয়েশিয়ার কর্তৃপক্ষ ১৭ এপ্রিল শিশু সহ প্রায় ২০০ রোহিঙ্গা শরণার্থী বহনকারী একটি দ্বিতীয় নৌকাকে ফিরিয়ে দিয়েছে, যদিও তারা  এই জাতীয় সিদ্ধান্তের নির্মম পরিণতি সম্পর্কে পুরোপুরি সচেতন। এই "পুশব্যাক" পদক্ষেপগুলি এবং নীতিগুলি অ-পুনর্বাসন আইনের লঙ্ঘন করে, যেখানে বলা হয়েছে যে কাউকে এমন দেশে ফিরিয়ে দেওয়া উচিত নয় যেখানে তারা নির্যাতন, নিষ্ঠুর, অমানবিক বা অবমাননাকর আচরণ বা শাস্তি এবং অন্যান্য অপূরণীয় ক্ষতির মুখোমুখি হবে। এটি প্রচলিত আন্তর্জাতিক আইনের একটি অংশ এবং সকল রাষ্ট্রের  তা  মেনে চলা বাধ্যতামূলক।

We urge the Malaysian authorities to uphold their commitments under international law and provide at least temporary shelter to refugees in these dangerous times. We also call upon UN authorities to engage with member states to deploy search and rescue missions for starving Rohingyas still adrift at sea.

আমরা মালয়েশিয়ার কর্তৃপক্ষকে আন্তর্জাতিক আইনের অধীনে তাদের প্রতিশ্রুতি রক্ষা করার এবং এই বিপজ্জনক সময়ে শরণার্থীদের অন্ততপক্ষে  অস্থায়ী আশ্রয় দেওয়ার জন্য অনুরোধ করছি। আমরা জাতিসংঘ কর্তৃপক্ষকেও অনুরোধ করছি যেন তারা সদস্য দেশগুলির সাথে সমুদ্রপথে অনাহারে থাকা রোহিঙ্গাদের জন্য অনুসন্ধান ও উদ্ধার  প্রক্রিয়ায় তার সদস্য দেশ গুলোকে অন্তর্ভুক্ত করে। 

We appreciate that Bangladesh has rescued these refugees and set up transit camps for them, and hope that other countries will follow suit.

আমরা প্রশংসা করি যে বাংলাদেশ এই শরণার্থীদের উদ্ধার করেছে এবং তাদের জন্য ট্রানজিট ক্যাম্প স্থাপন করেছে এবং আশা করি অন্যান্য দেশও এর অনুসরণ করবে।

স্টাডিপ্রেসে পাবেন -
অধ্যায়ভিত্তিক সকল Question প্র্যাকটিস করতে পারবেন।
আগের সব পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান (ব্যাখ্যাসহ )।
লিখিত পরীক্ষার প্রস্তুতিও নিতে পারবেন।
গুরুত্বপূৰ্ণ কারেন্ট ওয়ার্ল্ড আপডেট।
১০০ টি পূর্ণাঙ্গ মডেল টেস্ট।
একটি অধ্যায়ের সবচেয়ে বেশি ভুল করা Question সমূহ সমূহ একসাথে পাবেন।
কোন পরীক্ষা দেয়ার পর ভুলসমূহ এক সাথে (Mistake List-এ) দেখতে পারবেন।
কঠিন এবং বারবার পড়তে হয় এমন প্রশ্ন (Review List) -এ পড়তে পারবেন।
প্রয়োজনীয় ইংরেজি শব্দ নিয়ে আছে word app
২৪/৭ সাপোর্ট
রেজিস্ট্রেশন করুন: www.studypress.org
প্রয়োজনে ফোন করুন: 01624595959