Studypress News
বিসিএস ও ব্যাংক জব প্রস্তুতি: মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য
15 Apr 2020
মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা
প্রশ্নঃ ‘মোরা একটি ফুলকে বাচাবো বলে যুদ্ধ করি’ -স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে এ গান্টি কে গেয়ে ছিলেন?
Ans: আপেল মাহমুদ
প্রশ্নঃ ‘আমি বিজয় দেখেছি’-এই গ্রন্থের রচয়িতা কে?
Ans: এম.আর.আখতার মুকুল
প্রশ্নঃ ‘আমি বীরাঙ্গনা বলছি’-গ্রন্থের লেখক কে?
Ans: নীলিমা ইব্রাহীম
প্রশ্নঃ ‘A Search for Identity’ বইটি কার লেখা?
Ans: মেজর আবদুল জলিল
প্রশ্নঃ ‘শ্যামল ছায়া’ চলচ্চিত্রটির পরিচালক কে?
Ans: হুমায়ুন আহমেদ
প্রশ্নঃ মুক্তিযুদ্ধ বিষয়ক কাব্য কোনটি?
Ans: বাসন
প্রশ্নঃ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বিষয়ক পুস্তক কোনটি?
Ans: বিদ্রোহে বাঙালী
প্রশ্নঃ কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নয়?
Ans: তরঙ্গভঙ্গ
প্রশ্নঃ নিচের কোন গ্রন্থটি মুক্তিযুদ্ধের পটভূমিকায় রচিত?
Ans: ফেরারী ডাইরী
প্রশ্নঃ মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস ‘জোছনা ও জননীর গল্প’ এর লেখক কে?
Ans: হুমায়ূন আহমেদ
প্রশ্নঃ নিচের কোনটি স্বাধীনতা ভিত্তিক চলচ্চিত্র নয়?
Ans: একাত্তরের সেই সংগ্রাম
প্রশ্নঃ মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি?
Ans: নরকে লাল গোলাপ
প্রশ্নঃ ওরা এগার জন চলচ্চিত্রের মূল উপজীব্য ও পটভূমি হলো-
Ans: বাংলাদেশের মুক্তিযুদ্ধ
ভাষা আন্দোলনভিত্তিক গ্রন্থ
প্রশ্নঃ ‘একুশে ফেব্রুয়ারি’ প্রথম সংকলনের সম্পাদক কে?
Ans: হাসান হাফিজুর রহমান
প্রশ্নঃ একুশের উপর সর্বপ্রথম কবিতা রচনা করেন-
Ans: মাহবুব-উল আলম চৌধুরী
প্রশ্নঃ একুশের প্রথম সংকলন করেন–
Ans: হাসান হাফিজুর রহমান
প্রশ্নঃ কোন গ্রন্থটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?
Ans: একুশে ফেব্র“য়ারী
প্রশ্নঃ ষোল খণ্ডে বাংলাদেশের মুক্তিযুদ্ধের দলিল সংকলন ও সম্পাদনা করেছেন?
Ans: হাসান হাফিজুর রহমান
প্রশ্নঃ ‘আমি বীরঙ্গনা বলছি’ গ্রন্থের লেখক কে?
Ans: ড. নীলিমা ইব্রাহীম
প্রশ্নঃ মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
Ans: জাহান্নাম হইতে বিদায়
প্রশ্নঃ ‘একাত্তরের বিজয় গাঁথা’ গ্রন্থের লেখক কে?
Ans: মেজর রফিকুল ইসলাম
প্রশ্নঃ ‘একাত্তরের চিঠি’ কোন ধরনের রচনা?
Ans: মুক্তিযোদ্ধাদের পত্রসংকলন
প্রশ্নঃ ‘একাত্তরের দিনগুলি’ কে লিখেছেন?
Ans: জাহানারা ইমাম
প্রশ্নঃ ‘দুশ ছেছল্লিশ দিনে স্বাধীনতা’-মুক্তিযুদ্ধ বিষয়ক এ গ্রন্থটির রচয়িতা কে?
Ans: মোহাম্মদ নুরুল কাদের
প্রশ্নঃ নিচের কোনটি সেলিনা হোসেনের রচনা?
Ans: একাত্তরের ঢাকা
প্রশ্নঃ নিচে কোন গ্রন্থটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
Ans: পায়ের আওয়াজ পাওয়া যায়
প্রশ্নঃ কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস-
Ans: আগুনের পরশমণি
প্রশ্নঃ ‘একাত্তরের দিনগুলি’ কোন জাতীয় সাহিত্য কর্ম?
Ans: স্মৃতিকথামূলক
প্রশ্নঃ ‘রক্তাক্ত মানচিত্র’ গ্রন্থের রচয়িতা-
Ans: আবদুল হাফিজ
প্রশ্নঃ মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
Ans: রাইফেল রোটি আওরাত
প্রশ্নঃ এম আর আখতার মুকুল রচিত ‘আমি বিজয় দেখেছি’ গ্রন্থটির উপজীব্য বিষয় কি?
Ans: ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ
প্রশ্নঃ জাহানারা ইমাম রচিত গ্রন্থ কোনটি?
Ans: একাত্তরের দিনগুলি
প্রশ্নঃ মুক্তিযুদ্ধ নির্ভর রচনা কোনটি?
Ans: একাত্তরের দিনগুলি
প্রশ্নঃ ‘ফেরারী সূর্য’ ও ‘একাত্তরের নিশান’ গ্রন্থদ্বয়ের রচয়িতা কে?
Ans: রাবেয়া খাতুন
প্রশ্নঃ মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ কোনটি?
Ans: জলাঙ্গী
প্রশ্নঃ আনোয়ার পাশা রচিত ‘রাইফেল রোটি আওরাত’ উপন্যাসটি কোন পটভূমিতে রচিত?
Ans: বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম
প্রশ্নঃ মুক্তিযুদ্ধের একটি নাটক-
Ans: কী চাহ শঙ্খচিল
প্রশ্নঃ ‘মুক্তিযুদ্ধের ইতিহাস সংকলনের দলিলপত্র’ কে সম্পাদনা করেন?
Ans: হাসান হাফিজুর রহমান
প্রশ্নঃ ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ও দলিলপত্র’ নামক গ্রন্থটির সম্পাদক-
Ans: হাসান হাফিজুর রহমান
প্রশ্নঃ ‘একাত্তরের ঢাকা’ প্রবন্ধ গ্রন্থটির রচয়িতা কে?
Ans: সেলিনা হোসেন
প্রশ্নঃ কোনটি সঠিক?
Ans: একাত্তরের দিনগুলি – জাহানারা ইমাম
প্রশ্নঃ কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ?
Ans: আমি বীরাঙ্গনা বলছি
প্রশ্নঃ মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি?
Ans: জাহান্নাম হইতে বিদায়
প্রশ্নঃ ‘একুশে ফেব্রুয়ারি, গ্রন্থের সম্পাদক কে ছিলেন?
Ans: হাসান হাফিজুর রহমান
প্রশ্নঃ জহির রায়হানের ‘আরেক ফাল্গুন’ উপন্যাসটির পটভূমিকা হলো-
Ans: একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন
প্রশ্নঃ একুশের প্রথম উপন্যাস কোনটি?
Ans: আরেক ফাল্গুন
প্রশ্নঃ বাংলাদেশের ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস কোনটি ?
Ans: আরেক ফাল্গুন
প্রশ্নঃ কোন গ্রন্থটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?
Ans: একুশে ফেব্রুয়ারী
প্রশ্নঃ ‘ভাষা আন্দোলন’ ভিত্তিক উপন্যাস কোনটি?
Ans: আরেক ফাল্গুন
স্টাডিপ্রেসে পাবেন -
অধ্যায়ভিত্তিক সকল Question প্র্যাকটিস করতে পারবেন।
আগের সব পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান (ব্যাখ্যাসহ )।
লিখিত পরীক্ষার প্রস্তুতিও নিতে পারবেন।
গুরুত্বপূৰ্ণ কারেন্ট ওয়ার্ল্ড আপডেট।
১০০ টি পূর্ণাঙ্গ মডেল টেস্ট।
একটি অধ্যায়ের সবচেয়ে বেশি ভুল করা Question সমূহ সমূহ একসাথে পাবেন।
কোন পরীক্ষা দেয়ার পর ভুলসমূহ এক সাথে (Mistake List-এ) দেখতে পারবেন।
কঠিন এবং বারবার পড়তে হয় এমন প্রশ্ন (Review List) -এ পড়তে পারবেন।
প্রয়োজনীয় ইংরেজি শব্দ নিয়ে আছে word app
২৪/৭ সাপোর্ট
রেজিস্ট্রেশন করুন: www.studypress.org
প্রয়োজনে ফোন করুন: 01624595959