Studypress News

ডেইলি স্টার এডিটোরিয়াল অনুবাদঃ১৩/০৪/২০২০

13 Apr 2020

Boro crops must be harvested on time
সময় মতো বোরো ফসল তোলা উচিত

Provide labourers with necessary safety gear
শ্রমিকদের প্রয়োজনীয় সুরক্ষা গিয়ার সরবরাহ করুন

Although every year during this time farm labourer from different regions of the country go to the haor areas to harvest boro paddy, this year farmers are facing a labourer crisis to harvest their crops. The fear of the coronavirus infection and the lockdown enforced by the government are the reasons behind this. Although harvesting boro is a major source of income for many of our labourers across the country, this year some are willing to let go of the income while others are either not finding any transport or do not have the money to go to the boro producing areas for work due to the country-wide shutdown. We are concerned because if the boro harvest cannot be started in a week in the haors, either rains or flash floods will destroy the crops.

যদিও প্রতি বছর এই সময়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কৃষকরা হাওর অঞ্চলে বোরো ধান কাটতে যান, কিন্তু এই বছর কৃষকরা তাদের ফসল তোলার জন্য শ্রমিক সংকটের মুখোমুখি হচ্ছেন। করোনাভাইরাস সংক্রমণের ভয় এবং সরকার প্রয়োগ করা লকডাউন এর পিছনে  প্রধান কারণ। যদিও  আমাদের  সারাদেশে অনেক শ্রমিকের বোরো সংগ্রহ আয়ের একটি প্রধান উত্স, তবে এই বছর কেউ কেউ আয়ের সুযোগ ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দিচ্ছে এবং অন্যরা হয় কোনও পরিবহন খুঁজে পাচ্ছেন না বা কাজের জন্য বোরো উত্পাদনকারী অঞ্চলে যাওয়ার জন্য অর্থ পাচ্ছেন না দেশব্যাপী বন্ধের কারণে । আমরা উদ্বিগ্ন কারণ হাওরে যদি এক সপ্তাহে বোরো ফসল তোলা শুরু করা না যায়, তবে বৃষ্টি বা ঝড়ো বন্যার ফলে ফসলের ক্ষতি হবে।

Since boro is one of the major crops grown in the country, it is crucial to harvest the crops on time to ensure food security. The government should make a proper plan and implement it within a week to ensure that crops are harvested in due time. It has already taken some measures to solve the problems our farmers in the haor areas are facing. The agriculture ministry has allocated Tk 110 crore to help farmers buy harvester machines at a subsidy and is also making special arrangements for transportation of labourers from different districts to the haor areas. Also, the prime minister already announced a stimulus package of Tk 5,000 crore to provide financial assistance to the small and medium farmers, which is commendable.
যেহেতু বোরো দেশের অন্যতম প্রধান ফসল, তাই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য সময়মতো ফসল সংগ্রহ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের যথাযথ পরিকল্পনা করা উচিত এবং এক সপ্তাহের মধ্যে বাস্তবায়ন করা উচিত যাতে সময় মতো ফসল ঘরে তোলা যায়। । ইতিমধ্যে হাওর অঞ্চলে আমাদের কৃষকরা যে সমস্যার মুখোমুখি হচ্ছে সেগুলি সমাধান করার জন্য কিছু ব্যবস্থা গ্রহণ করেছে। ভর্তুকিতে ফসল  মেশিন কিনতে কৃষকদের সহায়তার জন্য ১১০ কোটি টাকা বরাদ্দ করেছে এবং বিভিন্ন জেলা থেকে শ্রমিককে হাওর অঞ্চলে পরিবহনের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রী ইতিমধ্যে ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের জন্য ৫০০০ কোটি টাকার একটি উদ্দীপনা প্যাকেজ ঘোষণা করেছেন, যা প্রশংসনীয়। 

However, for the time being, the government should focus on boro harvest and solving the labourer crisis. Allocating money to help farmers buy harvester machines will do little to help the small and marginalised farmers. We think, agricultural equipment—combine harvesters, reapers, transplanters, etc.—should be provided to the farmers free of cost. Since even the rich farmers do not want to buy the machines because they only have to use it once a year, bringing the machines from other districts to support them seems like a good idea.

তবে আপাতত সরকারের উচিত বোরো ফসল ও শ্রমিক সঙ্কট সমাধানে মনোনিবেশ করা। কৃষকদের ফসল কাটার মেশিন কিনতে সাহায্য করার জন্য অর্থ বরাদ্দ করা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তা করার জন্য খুব কম কাজ করবে। আমাদের মতে, কৃষিক্ষেত্রে কৃষককে বিনা মূল্যে কৃষিক্ষেত্র। ফসল কাটা কাটা, উত্তোলনকারী, ট্রান্সপ্লান্টার  ইত্যাদি যন্ত্র সরবরাহ করতে হবে। যেহেতু ধনী কৃষকরাও মেশিনগুলি কিনতে চান না কেননা তাদের বছরে  কেবল   একবার এটি ব্যবহার করতে হয়, তাদের কাছে  অন্য জেলা থেকে মেশিনগুলি তাদের সহায়তার জন্য নিয়ে আসা একটি ভাল ধারণা বলে মনে হয়।

However, there is no alternative to bringing in more labourers to harvest the crops, ensuring that they take proper precautions and are provided with appropriate safety gear. Since there seems to be some confusion regarding transporting labourers from outside the Sylhet region amid shutdown, the ministry should give a proper directive on this. Also, non-agricultural workers of the respective districts who have lost jobs due to the shutdown can be engaged in agricultural work to solve the crisis to some extent. But before doing that, the government should develop a mechanism to oversee that the workers maintain the physical distance and take necessary safety precautions while working in the field.

তবে, ফসল কাটার জন্য আরও বেশি শ্রমিক আনার বিকল্প নেই, তারা যাতে যথাযথ সতর্কতা অবলম্বন করে এবং যথাযথ সুরক্ষা যন্ত্র সরবরাহ করা হয় যাতে তারা তা ব্যবহার করে  এটি নিশ্চিত করলতে হবে। যেহেতু বন্ধের মধ্যে সিলেট অঞ্চলের বাইরে থেকে শ্রমিক পরিবহণ নিয়ে কিছুটা বিভ্রান্তি দেখা যাচ্ছে, তাই মন্ত্রনালয়ের উচিত এ বিষয়ে একটি যথাযথ নির্দেশনা দেওয়া। এছাড়াও, শাটডাউনের কারণে চাকরি হারানো সংশ্লিষ্ট জেলার অকৃষি শ্রমিকরা কিছুটা হলেও সঙ্কট নিরসনে কৃষি কাজে নিযুক্ত হতে পারেন। তবে তা করার আগে, সরকারের  উচিত কর্মীদের শারীরিক দূরত্ব বজায় রাখতে এবং ক্ষেত্রের মধ্যে কাজ করার সময় প্রয়োজনীয় সুরক্ষা সতর্কতা অবলম্বন করার জন্য তদারকি করার জন্য একটি ব্যবস্থা তৈরি করা।

স্টাডিপ্রেসে পাবেন -
অধ্যায়ভিত্তিক সকল Question প্র্যাকটিস করতে পারবেন।
আগের সব পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান (ব্যাখ্যাসহ )।
লিখিত পরীক্ষার প্রস্তুতিও নিতে পারবেন।
গুরুত্বপূৰ্ণ কারেন্ট ওয়ার্ল্ড আপডেট।
১০০ টি পূর্ণাঙ্গ মডেল টেস্ট।
একটি অধ্যায়ের সবচেয়ে বেশি ভুল করা Question সমূহ সমূহ একসাথে পাবেন।
কোন পরীক্ষা দেয়ার পর ভুলসমূহ এক সাথে (Mistake List-এ) দেখতে পারবেন।
কঠিন এবং বারবার পড়তে হয় এমন প্রশ্ন (Review List) -এ পড়তে পারবেন।
প্রয়োজনীয় ইংরেজি শব্দ নিয়ে আছে word app
২৪/৭ সাপোর্ট
রেজিস্ট্রেশন করুন: www.studypress.org
প্রয়োজনে ফোন করুন: 01624595959