Studypress News

Stop hiking prices of medicines

29 Mar 2020

Stop hiking prices of medicines

ওষুধের দাম বাড়ানো বন্ধ করুন

Let’s not reduce ourselves to the worst version of humanity

আসুন আমরা মানবতার সবচেয়ে নিচের স্তরে  না নামি


It is truly disappointing that, at a time when we need citizens of this country to be more selfless, compassionate and altruistic than ever, some unscrupulous businessmen and pharmacists are arbitrarily hiking prices of essential medications. A report published on March 28 sheds light on how some drug stores in Chattogram are harassing patients by charging almost 10 percent more for medications, even though there is no shortage of any medicines in the market.

এটি সত্যই হতাশাব্যঞ্জক  যে, এমন সময়ে যখন আমাদের দেশের নাগরিকদের আগের চেয়ে আরও বেশি নিঃস্বার্থ, সমবেদনাবাদী ও পরার্থপর হওয়ার প্রয়োজন, কিছু অসাধু ব্যবসায়ী এবং ফার্মাসিস্টরা অনিয়মতান্ত্রিক উপায়ে  প্রয়োজনীয় ওষুধের দাম বাড়িয়ে দিচ্ছেন। ২৮ শে মার্চ প্রকাশিত একটি প্রতিবেদনে বাজারে কোনও ওষুধের ঘাটতি না থাকা সত্ত্বেও চট্টগ্রামের কিছু ওষুধের দোকানগুলি কীভাবে ওষুধের জন্য প্রায়  ১০ শতাংশ বেশি মূল্য নিয়ে রোগীদের কিভাবে হয়রান করছে তা আলোকপাত করেছে।

The authorities meanwhile have assured us that there is adequate supply of medications in the market. Why, then, has the drug administration not taken any steps against these corrupt businesses who are trying to profit off of people's anxieties and miseries? We urge the authorities to take urgent measures across the country to ensure that prices of medicines are not increased artificially and that exemplary measures are taken against those who have no qualms in exploiting people at such a precarious time in the nation's living memory. The government needs to send a strong message to the pharmacists—and indeed to other businessmen who are hoarding at this time of crisis—that such practises will not be tolerated.

কর্তৃপক্ষ এদিকে আমাদের আশ্বাস দিয়েছে যে বাজারে ওষুধের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। তা সত্ত্বেও ওষুধ প্রশাসন কেন এই দুর্নীতিবাজ ব্যবসায়ীরা যারা মানুষের উদ্বেগ ও দুর্দশা থেকে লাভবান হওয়ার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি? আমরা কর্তৃপক্ষকে দেশব্যাপী জরুরী ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি যাতে ওষুধের দাম কৃত্রিমভাবে বাড়ানো না যায় এবং জাতির স্মরণকালের সবচেয়ে উদ্বেগজনক সময়ে লোকদের শোষণে যাদের কোন অধিকার নেই  তাদের বিরুদ্ধে উদাহরণমূলক ব্যবস্থা যেন  গ্রহণ করা হয়। সরকারকে ফার্মাসিস্টদের - এবং প্রকৃতপক্ষে অন্যান্য ব্যবসায়ী যারা এই সঙ্কটের সময়ে মজুদ করছেন তাদের কাছে একটি কড়া বার্তা প্রেরণ করা দরকার - এই ধরনের কাজ সহ্য করা হবে না।

We also call upon businesses across the country, and particularly those who are providing essential commodities, to be ethical in their practices. Let's not reduce ourselves to the worst version of humanity.

আমরা দেশজুড়ে ব্যবসা প্রতিষ্ঠানগুলি এবং বিশেষত যারা প্রয়োজনীয় পণ্য সরবরাহ করে তাদের  কর্মকান্ড নৈতিক হওয়ার জন্য আহ্বান জানাই। আসুন আমরা মানবতার সবচেয়ে নিম্নস্তর এ নিজেদের  না নামাই।
 
স্টাডিপ্রেসে পাবেন -
অধ্যায়ভিত্তিক সকল Question প্র্যাকটিস করতে পারবেন।
আগের সব পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান (ব্যাখ্যাসহ )।
লিখিত পরীক্ষার প্রস্তুতিও নিতে পারবেন।
গুরুত্বপূৰ্ণ কারেন্ট ওয়ার্ল্ড আপডেট।
১০০ টি পূর্ণাঙ্গ মডেল টেস্ট।
একটি অধ্যায়ের সবচেয়ে বেশি ভুল করা Question সমূহ সমূহ একসাথে পাবেন।
কোন পরীক্ষা দেয়ার পর ভুলসমূহ এক সাথে (Mistake List-এ) দেখতে পারবেন।
কঠিন এবং বারবার পড়তে হয় এমন প্রশ্ন (Review List) -এ পড়তে পারবেন।
প্রয়োজনীয় ইংরেজি শব্দ নিয়ে আছে word app
২৪/৭ সাপোর্ট
রেজিস্ট্রেশন করুন: www.studypress.org
প্রয়োজনে ফোন করুন: 01624595959