Studypress News
ফেসবুকের ডেটা সেন্টার হবে তাইওয়ানে
03 Dec 2015
এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ফেইসবুক-এর প্রথম ডেটা সেন্টার হবে তাইওয়ানে। ৩০ কোটি ডলার বিনিয়োগ করে নতুন ডেটা সেন্টার গড়ে তোলার পরিকল্পনা যাচাই করছে ফেইসবুক।
ফেইসবুক-এর ডেটা সেন্টার গড়ে তুলতে প্রথমে ছয় একর জায়গার প্রয়োজন পড়লেও ভবিষ্যতে তা ২০ একর পর্যন্ত বাড়ানোর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তাইওয়ানের চ্যাংহুয়া কাউন্টি-এর ম্যাজিস্ট্রেট ওয়েই মিং-কু। তাইওয়ানের চ্যাংহুয়া কাউন্টি-তে ইতোমধ্যেই ওয়েব জায়ান্ট গুগল-এর ডেটা সেন্টার রয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
***Facebook -এর Headquarter হচ্ছে Menlo Park, California, United States.