Studypress News
বিশ্বকাপে পঞ্চমবারের মতো শিরোপা জিতল অস্ট্রেলিয়া
09 Mar 2020

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে পঞ্চমবারের মতো শিরোপা জিতল অস্ট্রেলিয়া। বিশ্বকাপের সপ্তম আসরের ভারতকে ৮৫ রানে হারিয়েছে অজিরা। সাত আসরের মধ্যে এই ষষ্ঠবারের মতো ফাইনাল খেললো অস্ট্রেলিয়া। অন্যদিকে, ভারত এই প্রথমবার ফাইনালে উঠেছিল।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮৪ রান করে অস্ট্রেলিয়া। ১৮৫ রানের জবাবে খেলতে নেমে হরমনপ্রীত কৌরের দল ১৯.১ ওভারে ৯৯ রান করে অলআউট হয়ে যায়।বোলিংয়েও শুরুটা ভাল হয়নি ভারতের। প্রথম ওভারে অস্ট্রেলিয়া তুলেছিল ১৪ রান। তার মধ্যে তিনটি চার। দীপ্তি শর্মার সেই ওভারে অবশ্য পড়ল ক্যাচও।পেসার শিখা পাণ্ডেকে পরপর তিন ছক্কা মারেন অ্যালিসা হিলি। যিনি আগেই ৩০ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেছিলেন। শেষ পর্যন্ত ৩৯ বলে ৭৫ করেন অ্যালিসা। যাতে ছিল সাতটা চার ও পাঁচটি ছয়।অপরদিকে অস্ট্রেলিয়ার দেয়া রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। দ্বিতীয় বলেই ফেরেন শেফালি ভার্মা। শুরুতে ঝড় তোলার জন্য তাঁর উপরেই নির্ভর করেছিল ভারত।
৩.১ ওভারে পড়ে তৃতীয় উইকেট। আউট হন স্মৃতি মন্ধানা (১১)। সোফি মলিনিউক্সের বলে ক্যারিকে ক্যাচ দেন তিনি। এরপর চতুর্থ উইকেট পড়ে ৫.৪ ওভারে। মারতে গিয়ে লোপ্পা ক্যাচ তুলেন অধিনায়ক হরমনপ্রীত (৪)। জোনাসেনের বলে তাঁর ক্যাচ ধরেন গার্ডনার। পাওয়ারপ্লের ছয় ওভারের মধ্যেই চার উইকেট হারিয়ে ফেলে ভারত। ভারতের পঞ্চম উইকেট পড়ে ৫৮ রানে। ১১.৩ ওভারে কিমিন্সের বলে ফিরে যান ভেদা কৃষ্ণমূর্তি (১৯)। তানিয়ার জায়গায় এই সময় ‘কনকাসন সাব’ হিসেবে ব্যাট করতে আসেন রিচা ঘোষ। প্রথম দলে ছিলেন না তিনি। কিন্তু হঠাৎ পাওয়া এই সুযোগ কাজে লাগাতে পারেননি রিচা। ১৮ বলে ১৮ করে ফিরলেন তিনি। দীপ্তি শর্মা (৩৩) ও শিখা পাণ্ডে (২) অবশ্য তার আগেই ফিরে গিয়েছিলেন।
ভারতীয় বোলারদের মধ্যে সফলতম ছিলেন দীপ্তি শর্মা। তিনি ৩৮ রানের বিনিময়ে নেন দুই উইকেট। পুনম যাদব (১/৩০), রাধা যাদব (১/৩৪) নিলেন বাকি দুই উইকেট। প্লেয়ার অব ম্যাচের পুরস্কার পেয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি। প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন বিথ মুনি।
Important News

Highlight of the week
